বিনোদনের প্রতিবেদন: অঞ্জন চৌধুরি-কন্যা রিনা চৌধুরির প্রথম ছবি ‘কল্পতরু’ পূর্বাঞ্চল থেকে ফিল্মফেয়ার অ্যাওয়ার্ডের জন্য মনোনীত হয়েছে। এবার শুরু হয়েছে তাঁর দ্বিতীয় ছবির কাজ। ছবির নাম ‘ছায়াসূর্য’। আসলে নায়িকার নাম ছায়া আর নায়কের নাম সূর্য। দুইয়ে মিলে ছায়াসূর্য। যেমন আমারা আগে দেখেছি অঞ্জন চৌধুরির বিভিন্ন ছবির ক্ষেত্রে। তাহলে কি এই ছবি পরিচালক অঞ্জন চৌধুরির ভাবনায় প্রভাবিত? ‘অবশ্যই। বাংলা ছবির ক্ষেত্রে তো অঞ্জন চৌধুরি একটা ব্র্যান্ড। যেভাবে উত্তমকুমারের অকাল প্রয়াণের পর বাবা বাংলা সিনেমা ইন্ডাস্ট্রিকে এগিয়ে নিয়ে গিয়েছিলেন তা বলার অপেক্ষা রাখেনা। ইদানীং দক্ষিণী ছবির অন্ধ অনুকরণ করতে গিয়ে নিজস্ব গতি হারিয়ে ফেলেছে বাংলা ছবি। ফলে আমি এই সঙ্কটের মূহূর্তে অনুসরণ করছি বাবার সিনেমা ভাবনাকেই’, বললেন অঞ্জন-কন্যা রিনা চৌধুরি।
ছবিতে ছায়া জমিদারের মেয়ে আর সূর্য ডাক্তার। সূর্য ভালবাসে ছায়াকে। কিন্তু জমিদার তার আভিজাত্যের গর্বে ডাক্তার পাত্রকেও মেনে নেয় না। মেয়েকে অন্য জায়গায় পাঠিয়ে দেয়। ছায়াকে খুঁজে না পেয়ে হতাশ সূর্য বাড়ি ছেড়ে চলে যায়। আর এখানেই গল্পের মোড়। ছবিতে নায়ক-নায়িকার ভূমিকায় আছেন সাহেব চট্টোপাধ্যায় ও বিদিশা চৌধুরি। একটি গুরুত্বপূর্ণ চরিত্রে আছেন তাপস পাল। বেশ কয়েকদিন ছবি থেকে দূরে ছিলেন তিনি। এই ছবি দিয়েই আবার বাংলা ছবিতে ফিরে এলেন তিনি। এর আগে অঞ্জন চৌধুরির অনেক ছবিতেই নায়কের চরিত্রে দেখা গেছে তাপস পালকে। ইতিমধ্যেই এক দফা শুটিং হয়ে গেছে এই ছবির। রিনা চৌধুরি জানালেন, ‘বাবার ছবিতে যেমন গানের একটা গুরুত্বপূর্ণ ভূমিকা থাকত তেমনই এই ছবিতেও গান খুবই গুরুত্বপূর্ণ হয়ে উঠবে। অতনু দাশগুপ্তর পরিচালনায় এই ছবিতে আছে মোট ছয়টি গান।’ এবার শুরু হল ছবির দ্বিতীয় দফার শুটিং পর্ব।