আজকাল ওয়েবডেস্ক: কখনও প্যারাসুট, রিকশার হর্ন। তো কখনও বিরাট কোহলি ক্যাচ নিচ্ছেন, সেই বল। আবার কখনও সামুদ্রিক মাছ, শকুনের পেট। এগুলোর পাশাপাশি প্রিয়াঙ্কার পোশাক রেখে মিম বানিয়ে মজা লুটছেন দেশবিদেশের অনেকে। কিন্তু একবারও তা দেখে রেগে যাননি প্রিয়াঙ্কা চোপড়া। বরং একের পর এক মিম নিজের ইনস্টাগ্রাম স্টোরিতে শেয়ার করে সেই মজায় অংশগ্রহণ করলেন খোদ অভিনেত্রী।
আন্তর্জাতিক বিভিন্ন অনুষ্ঠানে প্রিয়াঙ্কার পোশাক নিয়ে হাসিঠাট্টা এর আগেও হয়েছে। রেড কার্পেট লুক কখনও কখনও হিট করলেও, কিছু সাজের তুমুল সমালোচনা করেছেন সবাই। এটা এর মধ্যে একটা। পায়ে উঁচু হিল জুতো। মাথায় টপ-নট। কিন্তু শর্ট ড্রেসটা পুরো বেলুনের মতো ফুলে রয়েছে। আজব এই পোশাক দেখেই মিম-স্রষ্টারা আর এক মুহূর্ত সময় নষ্ট করেননি। কিন্তু এতো কিছুর মধ্যে প্রিয়াঙ্কার ব্যক্তিত্বের এবং সহজভাবে পুরো বিষয়টাকে নেওয়ার আঙ্গিক দেখে প্রশংসা করছেন বহু মানুষ।