আজকাল ওয়েবডেস্ক: করোনা আবহে সিনেমা হল বন্ধ। তাবলে কি সিনেমা দেখা বন্ধ হয়েছে নাহ্। ঘরে বসে সিনেমা দেখাই এখন নিউ নরম্যাল। আর সেই নিউ নরম্যালে অনেকটাই সাহায্য করেছে ‘মাই সিনেমাহল’ অ্যাপ। এই অ্যাপ আপনার ড্রয়িংরুমকেই বানিয়ে দিয়েছে সিনেমা হল।
এবার অ্যাপটি ছোট ছবির উৎসবও আয়োজন করল। ১৮ অক্টোবর থেকে ১৫ নভেম্বর চলল সেই ছোট ছবির উৎসব। তাতে যোগ দেওয়ার জন্য আবেদন জমা পড়েছিল ৩০০টিরও বেশি ছবির। শেষ পর্যন্ত ৬৯টি ছোট ছবিকে বেছে নেওয়া হয় প্রদর্শনের জন্য। প্রায় এক মাস ধরে সেগুলো দেখানো হয়। টিকিট কেটে ছবি দেখেন বহু দর্শক।
এবার তাদের মধ্যে প্রথম, দ্বিতীয় বাছাইয়ের পালা। সেই কাজটি করেছেন পরিচালক অপর্ণা সেন, সম্পাদক অর্ঘ্যকমল মিত্র, পরিচালক অনীক দত্ত এবং অভিনেতা ও নাট্য ব্যক্তিত্ব সোহাগ সেন।
অ্যাপের অন্যতম প্রধান কল্যাণময় চট্টোপাধ্যায় জানালেন, ‘এই চলচ্চিত্র উৎসব বেশ সাড়া জাগিয়েছে। বেশ কিছু ভালো ছবি দেখানো হয়েছে। প্রচুর দর্শক এসেছেন ছবি দেখতে। আমাদের উদ্দেশ্যও এটাই ছিল, ভালো ছবি দর্শকদের কাছে পৌঁছে দেওয়া।’ এবার পালা পুরস্কারের।
ছবি ফেসবুক থেকে