আজকাল ওয়েবডেস্ক: দু'জনের মধ্যে বয়সের পার্থক্য ২৬ বছরের। কিন্তু ভালবাসায়, প্রেমে যে বয়স বাধা হয়ে দাঁড়ায় না, সেটা তাঁরা দু'জনেই মনে করেন। তাই আজ থেকে সাত বছর আগে গাঁটছড়া বেঁধে জীবনের নতুন অধ্যায় শুরু করেন মিলিন্দ-অঙ্কিতা। দু'জনেই ফিটনেস ফ্রিক। ম্যারাথন দৌড় থেকে শুরু করে, পাহাড়, জঙ্গল, সমুদ্রে হাতে হাত রেখে একসঙ্গে পৌঁছে যান দু'জনে। যেন একে অপরের পরিপূরক। তবুও নিজেদের প্রিয় বন্ধু বলতেই বেশি স্বাচ্ছন্দ্যবোধ করেন তাঁরা।
বিবাহবার্ষিকীর দিনে রোমান্টিক ছবি পোস্ট করে একে অপরকে ভালবাসা জানালেন এই যুগল। অঙ্কিতার হাতে মাথা রেখে শুয়ে আছেন মিলিন্দ। যেন সেটাই সবচেয়ে শান্তির জায়গা তাঁর। এমনটাই লিখেছেন ক্যাপশনে। মিলিন্দের কথায়, "সাতবছর একসঙ্গে কত জায়গায় ঘুরে বেড়িয়েছি। যতই সমুদ্রের তলায় যাই, যতই পাহাড়ের উঁচুতে উঠি, এমনকি ঘন জঙ্গলে হারালেও, এখনও তোমার হাতে মাথা রেখে ঘুমোতে ভালবাসি। এটাই সবচেয়ে প্রিয় জায়গা আমার।" অন্যদিকে সাত বছরের নানা মুহূর্তের ছবি পোস্ট করে অঙ্কিতা লিখেছেন, "দেখতে দেখতে কেটে গেল এতগুলো বছর। আমি চাই আজীবন এরকম মুহূর্ত কাটাতে।" যুগলের রোমান্টিক ছবি থেকে চোখ ফেরাতে পারছেন না কেউ। শুভেচ্ছা, ভালবাসায় ভরিয়ে দিচ্ছেন অনুরাগীরাও।