সৌগত চক্রবর্তী: ১৯৫৯ সালে মুক্তি পেয়েছিল বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের কাহিনি অবলম্বনে সত্যজিৎ রায় পরিচালিত ছবি ‘অপুর সংসার’। সেই ছবি যেখানে শেষ হয়েছিল প্রায় ছয় দশক পরে ঠিক সেখান থেকেই শুরু হবে অপুর পথচলা। ছবির নাম ‘অভিযাত্রিক’। পরিচালক শুভ্রজিৎ মিত্র সেই উপন্যাসের শেষ অংশ নিয়েই তৈরি করছেন এই ছবি। আর সেই ছবিতেই ‘অপু’র চরিত্রে অভিনয় করবেন অর্জুন চক্রবর্তী।
একসময় বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের উপন্যাস নিয়ে ‘অপু ট্রিলজি’র ‘অপুর সংসার’ ছবিতে ‘অপু’র ভূমিকায় অভিনয় করেছিলেন সৌমিত্র চট্টোপাধ্যায়। সেই অপুর ভূমিকায় অভিনয় করার আগে ভয় করছে না? অর্জুন চক্রবর্তী জানালেন, ‘একদমই ভয় করছে না। তবে খুব আনন্দ পাচ্ছি।’ বললেন, ‘এরকম একটা চরিত্রে যে আমাকে ভাবা হয়েছে এটা অত্যন্ত গর্বের বিষয়। সেই সঙ্গে এটা আমার কাছে একটা সারপ্রাইজও। একদমই ভাবিনি এরকম একটা চরিত্রে আমাকে ভাবা হবে। যখন শুনলাম এই চরিত্রে আমাকে অভিনয় করতে হবে তখন খুব অবাক হয়েছিলাম। পরিচালক শুভ্রজিৎদা বলেছিলেন, আমায় অপুর লুকে বেশ মানাবে। তাছাড়া ওঁর মনে হয়েছিল আমি এই চরিত্রের প্রতি সুবিচার করতে পারব।’
কিন্তু, যে চরিত্রে অভিনয় করেছেন স্বয়ং সৌমিত্র চট্টোপাধ্যায়, সেই চরিত্রে অভিনয় করতে গিয়ে অর্জুন চক্রবর্তীর সঙ্গে একেবারেই কী তুলনা আসবে না সৌমিত্র চট্টোপাধ্যায়ের? অর্জুন বললেন, ‘অভিনেতা হিসেবে আমি চ্যালেঞ্জ নিতে ভালবাসি। তাই বিভিন্ন ধরনের চরিত্রে অভিনয় করতে চাই। ফলে এই ‘অপু’ও আমার কাছে একটা চ্যালেঞ্জ।’ বললেন, ‘আমি আমার মতো করে এই চরিত্রে অভিনয় করব। ‘অপুর সংসার’ ছবিটাকে সামনে রেখেই এগোব। কিন্তু সেখান থেকে নিয়ে নয়।’
‘অপুর সংসার’ ছবি যে বাঙালির কাছে ভীষণ নস্ট্যালজিক সেটা মেনে নিচ্ছেন অর্জুন। তবে তার পাশাপাশি তিনি বললেন, ‘দর্শক কোনটা নেবেন আর কোনটা নেবেন না সেটা কোনও অভিনেতাই আগে থেকে বুঝতে পারেন না। তবে একটা ভাল কাজ যদি সৎ ভাবে করতে পারি তাহলে তার দাম দর্শক দেবেন বলেই আমার বিশ্বাস।’
ছবিতে অপুর ছেলে কাজলের ভূমিকায় অভিনয় করছেন আয়ুষ্মান মুখোপাধ্যায়। দুটি গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করবেন সব্যসাচী চক্রবর্তী ও অর্পিতা চট্টোপাধ্যায়। এছাড়াও অন্যন্য চরিত্রে আছেন শ্রীলেখা মিত্র, দিতিপ্রিয়া রায়, সোহাগ সেন, বরুণ চন্দ, তনুশ্রীশঙ্কর, বিশ্বনাথ বসু, রূপাঞ্জনা মিত্র, জর্জ বেকার ও অন্তঃশীলা ঘোষ। অর্জুন জানালেন মহালয়ার পরেই শুরু হবে ‘অভিযাত্রিক’ ছবির শুটিং পর্ব।
ছবি: সুপ্রিয় নাগ