আজকাল ওয়েবডেস্ক: অয়ন মুখার্জির পরবর্তী সিনেমা 'ব্রহ্মাস্ত্র'র হাত ধরেই আলিয়া-রণবীরের প্রেম শুরু। কিন্তু সে ছবি তো রিলিজ করবে করবে করেও, হয় না। বলিউডের নয়া 'লাভ বার্ডস'-এর অভিনয় দেখার জন্য একপ্রকার মুখিয়ে আছেন দর্শকরা। এর মধ্যেই আরও একবার এই জুটিকে শ্যুটিংয়ে ব্যস্ত থাকতে দেখা গেল। আলিয়ার পরনে সবুজ, গোলাপি রঙের কামিজ, অন্যদিকে সাদা প্যান্ট, টি-শার্টে রণবীর কাপুর। মাঝে যদিও পরিচালক শিল্পা সিন্ধে রয়েছেন। যতদূর শোনা যাচ্ছে, নতুন বিজ্ঞাপনের জন্য নাকি শ্যুটিং করছেন তাঁরা! সোশ্যাল মিডিয়ায় আলিয়ার ফ্যানপেজ থেকেই শেয়ার করা বেশ কয়েকটি ছবি। আর তাতেই কখনও প্রাণ খুলে হাসতে, তো কখনও একে অপরের খুব কাছে দাঁড়িয়ে গল্প করতে দেখা গিয়েছে তাঁদের।
শুরুর দিকে আলিয়া-রণবীরের সম্পর্ককে অনেকেই সিরিয়াসলি নেননি। জল্পনা ভেবেই উড়িয়ে দিয়েছিলেন। ভেবেছিলেন হয়তো সিনেমার প্রচারের জন্যই এই প্রেম-প্রেম খেলা। কিন্তু ২০১৯ এ একটি অ্যাওয়ার্ডের অনুষ্ঠানের মঞ্চে দাঁড়িয়ে রণবীরের সঙ্গে তাঁর সম্পর্কের কথা স্বীকার করে নেন আলিয়া। নিজে মুখে জানান ভালবাসার কথা। জানান রণবীর থাকলেই তাঁর মুখে হাসি থাকে। ব্যস, তারপর থেকেই এই জুটির রসায়ন দেখে চোখ ফেরাতে পারেন না কেউ।