নিজস্ব সংবাদদাতা: পারমিতা মুন্সী পরিচালিত 'হেমা মালিনী' ছবির শুটিং সদ্য শেষ করলেন চিরঞ্জিত চক্রবর্তী। ছবিতে একজন চিকিৎসকের চরিত্রে অভিনয় করছেন তিনি।‌ তাঁর চরিত্রের নাম 'ধর্মেন্দ্র'। চরিত্রের মত লুকেও রয়েছে দারুণ চমক। বয়সের ছাপে স্পষ্ট তাঁর বলিরেখা। প্রাথমিকভাবে দেখে তা মনে হলেও আসলে তা নয়। এখানেই চরিত্রের আসল টুইস্ট। আজকাল ডট ইন-কে তাঁর অভিনীত চরিত্র প্রসঙ্গে তিনি বলেন, "ধর্মেন্দ্র আসলে ব্যর্থ একজন মানুষ। সেই কারণেই বয়সের চেয়েও ব্যর্থতা তাঁকে অনেক বেশি গ্রাস করেছে। সে খুব ধীরে কথা বলে, নিজের রোগের কথাও সবাইকে বলতে পারেনা, সবদিক থেকেই আসলে ব্যর্থ।"

টলিউডের একের পর এক বাংলা ছবি সাফল্যের মুখ দেখছে, তাহলে কি আবার ভাল সময় ফিরল? অভিনেতার কথায়, "আগের মত ব্লকবাস্টার হিট এখন কোনও বাংলা ছবিই হয় না। যেগুলো ব্লকবাস্টার হিট সেগুলো আসলে হিট এবং যেগুলো কে হিট বলা হয়, বুঝে নিতে হবে সেই ছবি চলেনি। তার কারণ অবশ্যই আগের মত এত সিনেমা হল নেই, যে হলগুলো বন্ধ হচ্ছে, সেই হল গুলোকে খোলার জন্য যে টাকার প্রয়োজন বা যে লাভের প্রয়োজন, সেই টাকা এখনকার সিনেমা থেকে উঠছে না।"

তিনি আরও বলেন, "এখন আমরা অভিনেতা বানাই, স্টারের যুগ শেষ হয়ে গেছে। কিন্তু ষ্টার ছাড়া একটা ইন্ডাস্ট্রিকে চালানো সম্ভব নয়। আমার বা বুম্বার (প্রসেনজিৎ চট্টোপাধ্যায়) নিজস্ব একটা স্টাইল ছিল। প্রত্যেক স্টারের নিজস্বতা থাকা প্রয়োজন যাতে তাদের দেখে কপি করেন সাধারণ মানুষ। ঋত্বিক বা আবির ভাল অভিনেতা হলেও নিজেদের কোনও স্টাইল বা ম্যানারিজম তৈরি করতে পারেনি। তাই ডায়লগও হিট হয় না আজকাল। দেব,জিৎ একসময় ধরে রেখেছিল ঠিকই। কিন্তু তারপর আর কোনও স্টার তৈরি হয়নি। আমার বিশ্বাস আবার নিশ্চয়ই স্টার তৈরি
হবে।"