আজকাল ওয়েবডেস্ক: কোভিড মহামারীর আবহে চীনকে শিক্ষা দিতে চীনা অ্যাপ টিকটককে আমেরিকায় নিষিদ্ধ ঘোষণা করেছেন আমেরিকার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এবার সেই নির্দেশিকাকে চ্যালেঞ্জ জানিয়ে ওয়াশিংটনের দায়রা আদালতে ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে মামলা দায়ের করল টিকটক এবং তার মূল কোম্পানি বাইটডান্স। স্থানীয় সময় শুক্রবার গভীর রাতে ওই মামলা দায়ের হয়েছে। এর আগেও একবার এই সোশ্যাল মিডিয়া নেটওয়র্ক ট্রাম্প সরকারের বিরুদ্ধে মামলা দায়ের করেছিল। মামলার আবেদনে টিকটক বলেছে, নিজের ক্ষমতার ঊর্ধ্বে গিয়েছেন ট্রাম্প এবং এটা করেছেন শুধুমাত্র রাজনৈতিক স্বার্থে। আমেরিকার উপর কোনও অস্বাভাবিক হামলা এড়াতে নয়। এই নিষেধাজ্ঞা বাক স্বাধীনতার প্রথম সংশোধনীকে লঙ্ঘন করছে বলেও আবেদনে অভিযোগ করেছে টিকটক। হোয়াইট হাউসের তরফে অবশ্য এব্যাপারে এখনও কোনও প্রতিক্রিয়া মেলেনি।
অন্যদিকে, চীনও আমেরিকার বিরুদ্ধে হেনস্থার অভিযোগ এনেছে। টিকটক এবং উইচ্যাটের উপর জারি করা মার্কিন নিষেধাজ্ঞা নিয়ে ট্রাম্প সরকারকে সতর্ক করে বেজিং–এর হুঁশিয়ারি, প্রয়োজনে পাল্টা পদক্ষেপ করবে তারাও। শনিবারই চীনের বাণিজ্য মন্ত্রক বিবৃতি দিয়ে বলেছে, ‘চীনের অনুরোধ, আমেরিকাকে যেন হেনস্থা না করে এবং আন্তর্জাতিক নিয়মকানুন স্বচ্ছভাবে মেনে চলে। যদি মার্কিন কাজকর্ম নিজেদের মতো চলতে থাকে, চীন তাহলে চীনা কোম্পানিগুলির স্বার্থ এবং বৈধ অধিকার রক্ষার্থে প্রয়োজনীয় পদক্ষেপ করবে।’
প্রসঙ্গত, স্থানীয় সময় শুক্রবার সকালেই মার্কিন বাণিজ্য দপ্তর ঘোষণা করেছিল আমেরিকার জাতীয় নিরাপত্তার কথা মাথায় রেখে ওই জনপ্রিয় চীনা ওয়েবসাইটগুলি নিষিদ্ধ করা হচ্ছে। তারপর ওই দিনই রাতের দিকে টিকটক ওয়াশিংটনের আদালতে মামলা দায়ের করে।