আজকাল ওয়েবডেস্ক: কেন্দ্র যতই বলুক, বাজারে বিক্রি–বাটা নেই। জুনেই মাঝামাঝি সময়েও খুচরো বাজারে ৬৭% বিক্রি কমেছে। জানাচ্ছে খুচরো ব্যবসার সংগঠন রিটেলার্স অ্যাসোসিয়েশন অব ইন্ডিয়া (আরএআই)। খুচরো ব্যবসার সঙ্গে জড়িয়ে ১০০টি বড় ও ছোট সংস্থার সঙ্গে কথা বলে একটি সমীক্ষা করেছে আরএআই। সমীক্ষায় উঠে আসছে, দেশে বন্ধ থাকার কারণে গত বছরের এই সময়ের তুলনায় এ বছর মলে বিক্রি–বাটা ৭৭% কমেছে। খুলে যাওয়া সত্ত্বেও রাস্তার পাশে বড় বড় দোকানেও ৬২% বিক্রি কমেছে। বছরে ৩০০ কোটির বেশি বিক্রি হলে সেগুলিকে বড় মাপের খুচরো সংস্থা বলা হয়ে থাকে। ৩০০ কোটির কম হলে, সেগুলি ছোট মাপের খুচরো সংস্থা। বড় মাপের খুচরো সংস্থায় ৫৯% এবং ছোট মাপের সংস্থার ৬৯% বিক্রি কমেছে, জানাচ্ছে আরএআই। অঞ্চলভিত্তিক বিক্রিবাটার পরিসংখ্যান দেওয়া হয়েছে সমীক্ষায়। জানা গিয়েছে, পশ্চিম ভারতে ৭৪% এবং উত্তরে ৭১%, অন্যদিকে পূর্ব–দক্ষিণ ভারতে জুনের মাঝামাঝি সময়ে বিক্রি কমেছে ৬২%।
দেশজুড়ে ভোগের মাপকাঠির বিচার করা হয় এই খুচরো ব্যবসায় বিক্রি থেকেই। ফলত সরকারি যতই বলুক, চাকা ঘুরছে অর্থনীতির, পরিসংখ্যান অন্য কথা বলছে। এটা পরিস্কার, বলছেন বিশেষজ্ঞরা। ইতিমধ্যেই সিঙ্গাপুরের ব্যাঙ্কিং গোষ্ঠী ডিবিএসের সমীক্ষায় দাবি করা হয়েছে, এপ্রিল–জুনে ভারতের অর্থনীতির সঙ্কোচনের হার পৌঁছতে পারে দুই অঙ্কে। পুরো অর্থবর্ষে সঙ্কোচন হতে পারে ৪.৮%।