আজকাল ওয়েবডেস্ক: বাজারকে স্বস্তি দিয়ে অবশেষে দিয়ে কিছুটা কমল পাইকারি মুদ্রাস্ফীতি। মঙ্গলবার সরকারের দেওয়া তথ্য অনুযায়ী, গত ডিসেম্বরে পাইকারি মুদ্রাস্ফীতি ৪.৫৯ শতাংশ কমেছে। যা গত নভেম্বরেও ছিল ৬.৯৩ শতাংশ। খাদ্যবস্তুর দাম কমে যাওয়ার ফলেই মুদ্রাস্ফীতিও কমেছে। খাদ্য মুদ্রাস্ফীতিও কমে গত ডিসেম্বরে হয়েছে ৩.৪১ শতাংশ। যা গত নভেম্বরে ছিল ৯.৫ শতাংশ। যা ভেবেছিলেন, তার থেকে মুদ্রাস্ফীতি বেশি হারে কমেছে, বলছেন অর্থনীতিবিদরা। চাল, ডাল, আনাজপাতির দাম কমে যাওয়ার ফলেই এটা সম্ভব হয়েছে, মনে করছেন তাঁরা।
২০২০–র এপ্রিলের পর মুদ্রাস্ফীতিতে আরবিআই–এর লক্ষ্যমাত্রা রেখেছিল দুই–ছয় শতাংশ। আপাতত সেই লক্ষ্যমাত্রার মধ্যেই রয়েছে মুদ্রাস্ফীতি। এর মধ্যে অপরিশোধিত তেলের দাম বৃদ্ধি এবং বার্ড ফ্লু–র আতঙ্ক মুদ্রাস্ফীতি একই জায়গায় বেঁধে রাখতে পারে কিছু সময়ের জন্য। ফলে এই সময়ের মধ্যে আরবিআই সুদের হারও কমাতে পারে। তবে আপাতত একই জায়গায় আরবিআই থেমে থাকবে বলেই মনে করছেন বাজার বিশেষজ্ঞরা।