আজকাল ওয়েবডেস্ক: রিলায়েন্সের খুচরো ব্যবসায় ফের মার্কিন বিনিয়োগ। ৫,৫৫০ কোটি টাকার বিনিময়ে ১.২৮% শেয়ার কিনছে বিনিয়োগকারী সংস্থা কেকেআর। ফলে রিলায়েন্স রিটেইল ভেঞ্চার লিমিটেড (আরআরভিএল)–এর শেয়ার মূল্য বেড়ে দাঁড়াবে ৪.২১ লক্ষ কোটি টাকা। বুধবার একটি বিবৃতিতে জানিয়েছে মুকেশ আম্বানির সংস্থা। আগেও রিলায়েন্সের জিও প্ল্যাটফর্মে ১১,৩৬৭ কোটি টাকার বিনিয়োগ করেছে কেকেআর।
রিলায়েন্স ইন্ডাস্ট্রি-র ম্যানেজিং ডিরেক্টর ও চেয়ারম্যান মুকেশ আম্বানি বলেন, ‘বিনিয়োগ করার জন্য কেকেআর–কে আমি স্বাগত জানাচ্ছি। ওদের ট্র্যাক রেকর্ড অত্যন্ত প্রশংসনীয়।’ সেপ্টেম্বরের শুরুতেই আম্বানির সংস্থায় বিনিয়োগ করেছে মার্কিন সংস্থা সিলভার লেক। পুঁজি ঢেলেছে ফেসবুক ও গুগলও।
মার্কিন সংস্থার বিনিয়োগের খবর বাজারে প্রকাশ পেতেই রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ–এর শেয়ার দাম ৩% বেড়ে যায়। কেকেআর-এর সহকারী চিফ এগজিকিউটিভ অফিসার হেনরি ক্র্যাভিস বলেন, ‘রিলায়েন্সের খুচরো ব্যবসার মিশনে যোগ দিতে পেরে আমরা খুশি। সম্পর্ক আরও মজবুত হল।’