আজকাল ওয়েবডেস্ক: দাম বেড়েছে তো কী হয়েছে! ধনতেরাসে সোনা কেনা চাই। আর ঘটলও তাই। সোনার বিক্রিতে অবাক বিক্রিতে অবাক বিক্রেতারা। এবছর ধনতেরাসে ভারতে প্রায় ৩০ টন সোনা বিক্রি হয়েছে। একথা জানিয়েছেন ইন্ডিয়ান বুলিয়ন অ্যান্ড জুয়েলার্স অ্যাসোসিয়েশনের সচিব সুরেন্দ্র মেহতা। তিনি বলেন, বিগত কয়েক বছরে সোনার বিক্রির পরিমাণ ছিল প্রায় ৪০ টন। তবে এ বছর বাজারে বেশি দাম এবং নগদের সঙ্কটের কারণে আশা করা হয়েছিল যে বিক্রয় প্রায় ২০ টনে গিয়ে দাঁড়াবে। কিন্তু আদতে তা ঘটল না। গত বছরের তুলনায় সোনার বিক্রি প্রায় ২৫ শতাংশ কমেছে। সুরেন্দ্র মেহতা বলেন, ‘আমরা এত বেশি বিক্রি আশাই করিনি। কারণ বেশি দামের কারণে দেশের বাজারে সোনার চাহিদা কমে গিয়েছিল। আন্তর্জাতিক বাজারে সোনার দাম বাড়ার কারণে এবং ভারতে আমদানি শুল্ক বৃদ্ধির কারণে দেশের বাজারে সোনার দাম বেড়েছে। উৎসবের মরশুম শুরু হওয়ার পরেই সোনার চাহিদা কম হবে বলে আশা করা হয়েছিল, তবে গত তিন-চার দিনে কেনাকাটা বেশ বেড়েছে। যে কারণে ধনতেরাসে সোনা বিক্রি হয়েছে মোট ৩০ টন’।
কেডিয়া অ্যাডভাইসরি ডিরেক্টর অজয় কেডিয়া জানিয়েছেন, গত বছরের তুলনায় সোনার ক্রয় এবার ২৫ শতাংশ কম ছিল। শুক্রবার প্রতি ১০ গ্রামে সোনার দাম শেষ দাঁড়ায় ৩৮,২৭৫ টাকায়। গত বছর এই সোনালী ধাতুর দাম ছিল প্রতি ১০ গ্রামে ৩১,৭০২ টাকা। সোনার আমদানি হ্রাস করার জন্য আমদানি শুল্ককে বাড়িয়ে দিয়েছে সরকার। যে কারণেই দেশে সোনার দাম আরও বেড়ে যায়।