আজকাল ওয়েবডেস্ক: করোনা আবহে বিপুল আয় সঙ্কোচন এবং ব্যয় অতিরিক্ত বেড়ে যাওয়ায় চলতি অর্থ বর্ষে রাজকোষ ঘাটতি অনেকটাই বাড়বে। অঙ্কের হিসেবে তা ১৪.৬ লক্ষ কোটি টাকা ছুঁতে পারে, যা কিনা দেশের মোট অভ্যন্তরীণ উৎপাদনের ৭.৬%। বলছে মোতিলাল অসওয়াল ফিনান্সিয়াল সার্ভিসের ইকোস্কোপ রিপোর্ট। বলা হচ্ছে, অতিমারীজনিত মন্দা পরিস্থিতিতে গত বছরের তুলনায় মোট আয় ১৮% সঙ্কুচিত হতে পারে, অন্যদিকে সরকারের মোট ব্যয় ৮% বাড়তে পারে।
সংস্থা জানাচ্ছে, সরকারের খরচ বাড়লেও প্রকল্প ভিত্তিক খরচ ৩% কমেছে এই সময়ে। আগের পূর্বাভাস ছেঁটে রিপোর্ট বলছে, চলতি ত্রৈমাসিকে রিয়েল জিডিপি ৭% কমবে। আগে ৪.৭% সঙ্কোচনের আশঙ্কা করেছিল ওই সংস্থা।
তবে অন্যান্য মূল্যায়ণকারী সংস্থা যা পূর্বাভাস দিচ্ছে, তার চেয়ে অন্তত মোতিলাল অসওয়াল ফিনান্সিয়াল সার্ভিসের পূর্বাভাস কিছু স্বস্তি দেবে কেন্দ্রকে। সম্প্রতি আন্তর্জাতিক মূল্যায়ণকারী সংস্থা ফিচ এবং মুডিজ পূর্বাভাসে জানিয়েছে, চলতি অর্থবর্ষে দেশের জিডিপি–তে সঙ্কোচন ১০%–এর বেশি হবে।