আজকাল ওয়েবডেস্ক: ব্যাঙ্ক বেসরকারিকরণের পরিকল্পনা বহুদিন ধরেই রয়েছে কেন্দ্রের। বাজেটে সেই পরিকল্পনার কথা জানিয়েছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমন। আগামী অর্থ বর্ষ থেকেই সে ব্যাপারে পদক্ষেপ করা শুরু হবে, তাও জানিয়েছেন তিনি। ইতিমধ্যেই চারটি রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্ককে বেছে নেওয়া হয়েছে, সংবাদ সংস্থা রয়টার্স–কে একথা জানিয়ে সরকারি সূত্র। বাছাই করা চারটি ব্যাঙ্ক হল ব্যাঙ্ক অফ মহারাষ্ট্র, ব্যাঙ্ক অফ ইন্ডিয়া, ইন্ডিয়ান ওভারসিজ ব্যাঙ্ক এবং সেন্ট্রাল ব্যাঙ্ক অফ ইন্ডিয়া।
সূত্র জানিয়েছে, জল মাপতে ২০২১–’২২ অর্থ বর্ষের শুরুতে দু’টি ব্যাঙ্কের বেসরকারিকরণ করা হবে। সবকিছু ঠিকঠাক থাকলে নজর ঘোরানো হবে বড় ব্যাঙ্কের দিকে। কিন্তু স্টেট ব্যাঙ্কের রাশ নিজেদের হাতেই রাখার পরিকল্পনা রয়েছে সরকারের।
অতিমারীর জেরে প্রায় ‘শূন্য’ রাজকোষ। আয় বাড়াতেই ব্যাঙ্ক সহ অন্যান্য রাষ্ট্রায়ত্ত সংস্থার বেসরকারিকরণের পথে হাঁটতে চাইছে মোদি সরকার। কিন্তু বাধা যে আসবে, সে ব্যাপারে নিশ্চিত কেন্দ্র। ব্যাঙ্ক বেসরকারিকরণের পদক্ষেপে কর্মী ছাঁটাই বাড়তে পারে, এই আশঙ্কায় প্রতিবাদে নামতে পারে কর্মী ইউনিয়নগুলো।