আজকাল ওয়েবডেস্ক: মন্দা কাটিয়ে ঘুরে দাঁড়াতে বিশ্ব অর্থনীতির পাঁচ বছর সময় লেগে যেতে পারে। আশঙ্কা বাড়িয়ে বলল বিশ্ব ব্যাঙ্ক। বিশ্বজুড়ে লকডাউন শিথিল হতে থাকায় দ্রুত অর্থনৈতিক পুনরুদ্ধার সম্ভব, কিন্তু রথের চাকায় পূর্ণ গতি পেতে বছর পাঁচেক সময় লেগে যেতেই পারে, মাদ্রিডে অনুষ্ঠিত একটি বৈঠকে বললেন বিশ্ব ব্যাঙ্কের প্রধান অর্থনীতিবিদ কারমেন রেইনহার্ট।
তাঁর বক্তব্য, অতিমারীর কামড়ে বিশ্বের অধিকাংশ অর্থনীতিতেই গভীর ক্ষত তৈরি হয়েছে। তবে কিছু দেশে এই মন্দার আঁচড়ের দাগ দীর্ঘদিন থেকে যাবে। গোটা দুনিয়া জুড়েই বৈষম্য বাড়বে। ক্ষমতাশালী দেশগুলির তুলনায় গরিব দেশগুলির অর্থনীতি আরও মুখ থুবড়ে পড়বে। বিগত বিশ বছরে এই প্রথমবার আন্তর্জাতিক দারিদ্রের হার বেড়ে গেল এই করোনা সঙ্কটে, বলছেন তিনি।