আজকাল ওয়েবডেস্ক: উৎপাদন শিল্পের পাশাপাশি পরিষেবা ক্ষেত্রেও বড় সঙ্কোচন। আইএইচএস মার্কিট ইন্ডিয়া–র রিপোর্ট অনুযায়ী, সার্ভিসেস বিজ়নেস অ্যাক্টিভিটি ইন্ডেক্স জুলাই মাসে ৩৪.২। জুনের (৩৩.৭) তুলনায় সামান্য বাড়লেও সঙ্কোচন স্পষ্ট। বিশেষজ্ঞদের বক্তব্য, পরিষেবা সূচক ৫০–এর ওপরে থাকলেই বৃদ্ধি ধরা হয়। অতএব করোনা পরিস্থিতির যা অবস্থা, তাতে পরিবেষা এবং উৎপাদন সূচক করে বৃদ্ধির মুখ দেখবে, তা নিয়ে ইতিমধ্যেই আশঙ্কা তৈরি হয়েছে। সম্প্রতি উৎপাদন সূচক দিয়েছে আইএইচএস মার্কিট ইন্ডিয়া। এক্ষেত্রে আবার সূচক কাঁটা জুনের থেকে জুলাই–তে আরও নীচে নেমেছে। অতিমারীর সঙ্কটেই অর্থনীতি বাঁচাতে লকডাউন শিথিল করেছে কেন্দ্র। অর্থনৈতিক কর্মকাণ্ড শুরু হওয়ায় এপ্রিল–মে–এর তুলনায় অনেকটাই বেড়েছিল উৎপাদন সূচক। জুলাই–তে লকডাউন আরও শিথিল হওয়ার পরও কী করে সূচক নীচে নামল, ভেবে পাচ্ছেন না অনেকে। কেন্দ্র যতই বলুক, অর্থনীতির পালে হাওয়া লাগতে শুরু করেছে, পরিসংখ্যান অন্য কথাই বলছে। বিশেষজ্ঞদের একাংশের দাবি, বাজারে চাহিদা না বাড়ায় উৎপাদন বাড়াতে কেউ সাহস পাচ্ছেন না! জুলাইয়ে উৎপাদন শিল্পের সূচক জুনের থেকে নীচে নামায় (৪৬.০), উদ্বেগ বেড়েছে। আরও চিন্তার, উৎপাদন ও পরিষেবা ক্ষেত্রের মিলিত সূচক ৩৭.২ হওয়ায়। এটাও জুনের (৩৭.৮) চেয়ে কম। পাশাপাশি সংস্থার পক্ষ থেকে জানানো হয়েছে, করোনা পরিস্থিতির জেরে দেশের অর্থনীতির বহর ৬% কমবে।