আজকাল ওয়েবডেস্ক:‌ ভারতীয় বংশোদ্ভূত ব্রিটিশ সাংসদ লিজা নন্দীকে সংস্কৃতি, মিডিয়া ও ক্রীড়া সচিব হিসেবে নিযুক্ত ‌‌করলেন সেদেশের নতুন প্রধানমন্ত্রী কিয়ের স্টার্মার। উত্তর পশ্চিম ইংল্যান্ডের উইগান থেকে লিজা বিপুল ভোটে পুনর্নির্বাচিত হন। ৪৪ বছরের লিজার বাবা, কলকাতায় জন্মগ্রহণকারী শিক্ষাবিদ দীপক নন্দী এবং তাঁর মা ব্রিটিশ নাগরিক অ্যান লুইস বায়ার্স। উল্লেখ্য, ব্রিটেনের এবারের সাধারণ নির্বাচনে সাধারণ সভায় প্রায় ২৯ জন ভারতীয় বংশোদ্ভূত নির্বাচিত হয়েছেন। যা এক নতুন রেকর্ড।