আজকাল ওয়েবডেস্ক: ইজরায়েল এবং ইরানের সংঘাত ষষ্ঠ দিনে পড়েছে। বুধবার ভোর থেকেই ইরানে হামলার তীব্রতা বৃদ্ধি করেছে ইজরায়েল সেনা। এরই মাঝে ফের হুঁশিয়ারি দিলেন ইরানের সুপ্রিম লিডার আয়াতুল্লাহ আলি খামেনেই। তাঁর বার্তা, ‘যুদ্ধ শুরু হয়ে গিয়েছে।‘
এক্স হ্যান্ডেলে খামেনেই যা লিখেছেন তার ভাষান্তর করলে দাঁড়ায়, “নামির নামে যুদ্ধ শুরু হয়ে গিয়েছে। আলি তাঁর জুলফিকারকে নিয়ে খাইবারে ফিরে এসেছে।“
মঙ্গলবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছিলেন, ইজরায়েল-ইরান সংঘর্ষের সময় ইরানের সর্বোচ্চ নেতা খামেনেই কোথায় লুকিয়ে আছেন তা আমেরিকা জানে, কিন্তু ‘এখনকার জন্য’ তাঁকে হত্যা করতে চায় না। এর কয়েক ঘণ্টা পরেই খামেনেইয়ের এই পোস্ট।
মঙ্গলবারই ট্রাম্প ট্রুথ সোশ্যালে পোস্ট করেছিলেন, ‘শর্তহীন আত্মসমর্পণ’। এরপরেই তিনি লেখেন, ‘আমরা জানি কোথায় খামেনেই লুকিয়ে রয়েছেন। তিনি একজন সহজ টার্গেট। তবে তাঁকে আমরা এই সময় হত্যা করার কথা ভাবছি না। পাশাপাশি সাধারণ মানুষের ওপরেও মিসাইল হামলা করা হবে না।‘
মধ্যপ্রাচ্যে সংঘাতের তীব্রতা বৃদ্ধি পেতেই কানাডায় জি৭ শীর্ষ সম্মেলনে সাত দেশের বৈঠক শেষের আগেই তড়িঘড়ি দেশে ফিরে গিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট। আমেরিকায় ফিরেই ট্রাম্প তেহরানের ৯৫ লক্ষ বাসিন্দাকে সেখান থেকে পালিয়ে যাওয়ার জন্য অনুরোধ করেন।
পাঁচ দিনের ক্ষেপণাস্ত্র হামলার মাধ্যমে ইজরায়েল ইরানের যথেষ্ট ক্ষতি করেছে এবং বিশ্বাস যে তারা এখন তেহরানের পারমাণবিক কর্মসূচিতে স্থায়ী আঘাত হানতে পারবে। বিশেষ করে যদি তারা ট্রাম্পের কাছ থেকে আরও একটু সাহায্য পায়।
অন্যদিকে, ইজরায়েলের হামলায় নিহত হয়েছেন ইরানের নবনিযুক্ত সেনাপ্রধান আলি শাদমানি। ইরান সেনাবাহিনী (রেভলিউশনারি গার্ড)-র কমান্ডার হোসেন সালামি এবং সশস্ত্র বাহিনীর প্রধান (চিফ অফ স্টাফ) মহম্মদ হোসেন বাগেরির মৃত্যুর পর শনিবারই শাদমানিকে ব্রিগেডিয়ার জেনারেল থেকে মেজর জেনারেল পদে উন্নীত করা হয়েছিল। ইজরায়েলি সেনার গোয়েন্দা সূত্রের দাবি, সোমবার রাতের হামলায় শাদমানির মৃত্যু হয়েছে।
মঙ্গলবার রাত থেকে সংঘর্ষের তেজ আরও বেড়েছে। মঙ্গলবার গভীর রাতে ইজরায়েলে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান। বুধবার ভোরে (ভারতীয় সময়) তেহরানের কাছে তেল সংশোধনাগারে হামলা চালায় ইজরায়েল সেনা। হামলার ভিডিও ছড়িয়ে পড়েছে সমাজমাধ্যমে।
