আজকাল ওয়েবডেস্ক:‌ চালু হল দিঘা–বারাসত ইএমইউ ট্রেন পরিষেবা। জানা গেছে সকালে বারাসত থেকে ট্রেনটি ৫.‌১৫ মিনিটে ছেড়ে দিঘা পৌঁছাবে বেলা ১১.‌৩০ মিনিটে। আবার দিঘা থেকে দুপুর ১.‌৩০ মিনিটে ট্রেনটি ছেড়ে বারাসত স্টেশনে পৌঁছবে সন্ধে ৭.‌৪০ মিনিট নাগাদ। এই যাত্রার সূচনা বুধবার করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এছাড়া বারাসত–পাশকুড়ার মধ্যে একটি ইএমইউ পরিষেবা বুধবার থেকে চালু হল। পাশকুড়া থেকে ট্রেনটি ভোর ৪.২০ মিনিটে ছেড়ে বারাসত পৌঁছবে সকাল ৮.‌৩০ মিনিটে। আবার বারাসত থেকে বিকেল ৫.‌৩০ মিনিটে ছেড়ে পাশকুড়া পৌঁছবে রাত ১০.‌৩০ মিনিটে। জানা গেছে ট্রেন দুটি দমদম–ডানকুনি–সাতরাগাছি হয়ে চলবে।