আজকাল ওয়েবডেস্ক: সিনেমা হল ভাঙচুর, বিক্ষোভ, আন্দোলন, পথ অবরোধ সবই জলে গেল করনি সেনার। ফেসবুক পেজেই নাকি দেখা যাচ্ছে বনশালীর পদ্মাবত। পুরো ছবিটি নাকি অনলাইনে লিক হয়ে গিয়েছে। সূত্রের খবর জাঠো কা আড্ডা নামে একটি ফেসবুক পেজের কোনও এক সদস্য সিনেমা হলে বসেই পদ্মাবত দেখতে দেখতে লাইভ দেখালেন পদ্মাবত। মুহূর্তে ১৫ হাজার শেয়ার, সাড়ে তিন লাখ ভিউ। অথচ এই পদ্মাবত নিয়ে গত ডিসেম্বর মাস থেকে আন্দোলন আর বিক্ষোভের শেষ ছিল না।
একাধিক রাজ্যে নিষিদ্ধ করে দেওয়া হয় ছবির মুক্তি। সুপ্রিমকোর্টের দ্বারস্থ হতে হয় পরিচালককে। মুক্তির দিন পিছিয়ে দিতে হয় সঞ্জয়লীলা বনশালীকে। সেন্সর বোর্ডের ছাড়পত্র, সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে যখন মুক্তি পাওয়ার দিন স্থির হয়। তখনও বিরোধিতার শেষ থাকে না। প্রতিবাদে চিতোরগড় দুর্গ বন্ধ করে দেওয়া হয়েছে। জওহরের হুমকি দিয়েছেন রাজপুত রমণীরা। চারটি গুরুত্বপূর্ণ শহরের মাল্টিপ্লেক্সে মুক্তি পাচ্ছে না পদ্মাবত। এতকিছু করে লাভটা হল কী। সেই তো অনলাইনে লিক হয়ে গেল ফিল্ম। এবার করনি সেনা আটকাবে কাকে।