আজকাল ওয়েবডেস্ক: কৃষকরা নতুন কৃষি আইনের প্রতিবাদে দিল্লিতে এসেছেন। তাঁদের পাশে দাঁড়াতে সুদূর পাঞ্জাব থেকে ছুটে এসেছিলেন তিনিও। পেশায় ট্রাক্টর মেরামতকারী। শনিবার গভীর রাতে হরিয়ানা–দিল্লি সীমান্তের বাহাদুরগড়ে তাঁর গাড়িতে আগুন লাগে। ঘুমের মধ্যেই পুড়ে মারা গেলেন জনক রাজ নামে ওই ব্যক্তি।
৫৫ বছরের জনক রাজ পাঞ্জাবের বারনালা জেলার ধানোলুয়া গ্রামের বাসিন্দা। কৃষকদের দাবিদাওয়াকে সমর্থন জানাতে ছুটে এসেছিলেন। অনেক বিক্ষোভকারী কৃষকই ট্রাক্টরে এসেছেন দিল্লিতে। তাঁদের ট্রাক্টর বিনামূল্যে সারিয়ে দিচ্ছিলেন জনক। এভাবেই কৃষকদের সহায়তা করছিলেন। শনিবার রাতে ট্রাক্টর সারিয়ে নিজের গাড়িতে ঘুমোতে গেছিলেন। তখনি আগুন লাগে।
পুলিশের ধারণা, যান্ত্রিক গোলযোগের কারণেই আগুন লেগেছিল গাড়িতে। ঘুমের মধ্যেই মৃত্যু হয়েছে জনকের। তাঁর মৃত্যুতে শোকাহত কৃষকরা। শোক প্রকাশ করেছে শিরোমণি অকালি দল। টুইটারে লিখেছে, কৃষকদের লড়াইয়ের ইতিহাসে জনক রাজ অমর হয়ে থাকবেন।