আজকাল ওয়েবডেস্ক: নিজের দেড় বছরের শিশুপুত্রকে কোলে নিয়েই মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের অনুষ্ঠানে নিজের কর্তব্য পালন করলেন উত্তর প্রদেশের এক মহিলা পুলিশকর্মী। ঘটনাটি ঘটেছে সোমবার সকাল ৬টায় গ্রেটার নয়ডায়। প্রীতি রানি নামে দাদরি থানার ওই কনস্টেবল জানালেন, তাঁর স্বামী একটি পরীক্ষা নিতে গিয়েছেন। ফলে তাঁর পক্ষে ছেলেকে সামলানো সম্ভব নয়। শিশুকে দেখার জন্য বাড়িতেও আর কেউ নেই। সেকারণেই দেড় বছরের ছেলেকে কোলে নিয়েই ডিউটিতে যান তিনি। মধ্য ২০–র প্রীতি জানালেন, ‘ডিউটি সবার আগে। তাই ছেলেকে এখানে নিয়ে এসেছি।’ দুদিনের সফরে গৌতম বুদ্ধ নগরে গিয়েছেন উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। সোমবার গ্রেটার নয়ডার বোট্যানিক্যাল গার্ডেনে ১৪৫২ কোটি টাকা ব্যয়ে তৈরি একটি প্রকল্পের উদ্বোধন এবং করেন তিনি। এবং ১৩৬৯ টাকা ব্যয়ে তৈরি হতে চলে একটি প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। সেই অনুষ্ঠানেই ডিউটি ছিল প্রীতি রানির। প্রীতির এই কর্তব্যপরায়ণতার অকুণ্ঠ প্রশংসা করেছেন রাজ্য পুলিশের শীর্ষ কর্তারা।