আজকাল ওয়েবডেস্ক: বয়স মাত্র ১২ বছর বয়স। যে বয়সের ছেলেমেয়েরা স্কুল, টিউশন, নাচ–গান, বা খেলাধূলায় নিজেদের ব্যস্ত রাখে। আর ফাঁক পেলে হয় কম্পিউটার গেমস্ নাহলে আড্ডা। অথচ সেই বয়সেই পর্বত শিখর জয় করে ফেলল ছোট্ট কাম্যা কার্তিকেয়ন। সেই এপর্যন্ত বিশ্বের সবচেয়ে কনিষ্ঠ পর্বতারোহী। চলতি মাসের শুরুতেই দক্ষিণ আমেরিকার অ্যান্ডিস পর্বতমালার সর্বোচ্চ শিখর, ৬৯৬২ মিটার উঁচু অ্যাকঙ্কাগুয়ায় পৌঁছিয়ে কাম্যা সেখানে জাতীয় পতাকা হাতে ছবি পোস্ট করেছিল। তাঁর সঙ্গে ছিলেন আরও দুই পর্বতারোহী যাঁরা কাম্যাকে সহায়তা করেছেন। রবিবার কাম্যাকে তাঁর ‘মন কি বাত’ অনুষ্ঠানে অভিনন্দন জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। কাম্যাকে তার ‘মিশন সাহস’–র জন্য শুভেচ্ছা জানিয়ে মোদি বলেছেন, ‘প্রত্যেক ভারতীয় এটা জেনে আপ্লুত হবেন যে কাম্যা যখন শিখর জয় করল তখন প্রথম কাজ হিসেবে ও সেখানে তেরঙা উড়িয়েছিল। আমাকে বলা হয়েছে যে কাম্যা এখন মিশন সাহস নামে আরেকটা নতুন অভিযানে যাচ্ছে। যেখানে ও উত্তর এবং দক্ষিণ মেরুতে স্কি করবে। কাম্যার কাজ মানুষকে তৎপর হতে শেখাবে। এত অল্প বয়সে এই দক্ষতা, তৎপরতা দারুণ প্রাপ্তি’। এরইসঙ্গে মোদি বলেন, কুসংস্কার দূরে সরিয়ে বিভিন্ন ধরনের কাজে দেশের মেয়েদের এগিয়ে আসার জন্য দেশ গর্বিত।
ছবি: এএনআই