আজকাল ওয়েবডেস্ক: অভিনব উদ্যোগ। করোনার টিকা নিলেই বিনামূল্যে মিলবে পিৎজা। সঙ্গে থাকবে কেক, পেস্ট্রি ও কফি। একটি পানশালা আবার বিনামূল্যে মদ্যপানের অফারও দিয়েছে। তবে আমাদের দেশে নয়। সাধারণের মধ্যে টিকা নিয়ে ভয় দূর করতে এমনই অভিনব উদ্যোগ নিয়েছে ইজরায়েলের একটি শহর। তেল আভিভ শহরের দু’টি কেন্দ্রে করোনা টিকা দেওয়ার পর্ব চলছে। একটি স্থানীয় রেস্তোরাঁর সঙ্গে চুক্তি করে এই দু’টি কেন্দ্রেই নানা সুস্বাদু পদের জোগান দিচ্ছে প্রশাসন। তেল আভিভ প্রশাসনের উদ্দেশ্য এই সমস্ত সুস্বাদু পদের প্রচার করে সাধারণ মানুষকে টিকা কেন্দ্রে নিয়ে আসা। এবার দেখে নেওয়া যাক কী কী পদ থাকছে মেনুতে? সুস্বাদু মেনুর সবচেয়ে বড় আকর্ষণ পিৎজা। এ ছাড়াও কফি, হামাস, পেস্ট্রি রয়েছে। নিজের পছন্দমতো পদ বেছে নিতে পারেন। এমনকি টিকার জন্য খুব কড়া নিয়ম চালু করেছে ইজরায়েল। টিকা নিলে তবেই পানশালা, রেস্তোরাঁ এবং জিমে প্রবেশের অনুমতি মিলছে। অনেক শপিং মলও একই নিয়মে চলছে। তেল আভিভের এক পানশালা যেমন তার কোভিড টিকা নেওয়া গ্রাহকদের বিনামূল্যে পছন্দমতো মদ্যপানের সুযোগ দিচ্ছে।
ইতিমধ্যে ইজরায়েলের ৪৩ শতাংশ মানুষ টিকার প্রথম ডোজ নিয়েছেন। এটা ঘটনা, ইজরায়েলের তরুণ প্রজন্ম টিকা নিতে অনীহা দেখাচ্ছেন। তাঁদের টিকায় আগ্রহী করে তুললেই অভিনব উপায় বাতলেছে তেল আভিভ প্রশাসন।