আজকাল ওয়েবডেস্ক: বছরের শেষ মাসের প্রথম দিনেই মহার্ঘ্য হল বিমানের জ্বালানি। এর ফলে বাড়তে পারে বিমানের টিকিটের দাম। রবিবার থেকে দেশে এভিয়েশন টারবাইন ফুয়েল (এটিএফ)-এর দাম বেড়েছে।
এটিএফের দাম প্রতি কিলোলিটারে বৃদ্ধি করা হয়েছে ১৩১৮ টাকা। চলতি সপ্তাহ থেকেই জ্বালানির দাম দিল্লিতে প্রতি কিলোলিটারে ৯১,৮৫৬.৮৪ টাকা , কলকাতায় ৯৪,৫৫১.৬৩ টাকা, মুম্বইয়ে ৮৫,৮৬১.০২ টাকা এবং চেন্নাইয়ে ৯৫,২৩১.৪৯ টাকা ধার্য করা হয়েছে। রবিবার থেকেই এই সংশোধিত মূল্য কার্যকরী হতে চলেছে।
গত ১ সেপ্টেম্বর এবং ১ অক্টোবর পর পর দু’মাস জ্বালানির দাম কমেছিল। গত ১ নভেম্বর সেই দাম ৩.৩ শতাংশ বাড়ানো হয়। এর পর ১ ডিসেম্বর ফের বাড়ল জ্বালানির দাম। প্রসঙ্গত, রবিবার বেড়েছে বাণিজ্যিক রান্নার গ্যাসের দামেও। ১৯ কেজির সিলিন্ডারের দাম এখন কলকাতায় ১৯২৭ টাকা।
একটি বিমান সংস্থার মোট খরচের ৪০ শতাংশ জ্বালানি বাবদ খরচ হয়। বিশ্ব বাজারে অপরিশোধিত তেলের দামের অস্থিরতার কারণে বাড়ছে এটিএফের দাম। বিমানের টিকিটের দাম নির্ধারিত হয় জ্বালানির দামের উপর ভিত্তি করে। নতুন করে এটিএফের দাম বৃদ্ধি পাওয়ায় টিকিটের দাম বৃদ্ধি পাবে বলে আশঙ্কা করা হচ্ছে।
