আজকাল ওয়েবডেস্ক:‌ অসমে বন্যা পরিস্থিতির আরও অবনতি হয়েছে। রাজ্যের ২৮ টি জেলায় ১১ লক্ষের বেশি মানুষ বন্যায় ক্ষতিগ্রস্ত। গত ২৪ ঘন্টায় তিনসুকিয়া ও ধেমাজিতে আরও তিন জনের মৃত্যু হয়েছে। মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩৮। গোলাঘাট এলাকায় আরও একজন নিখোঁজ বলে জানা গেছে। জানা গেছে ৮৪ টি ব্লকের দু’‌হাজার ২০৮ টি গ্রাম বন্যায় ক্ষতিগ্রস্ত। ৪২ হাজারের বেশি হেক্টর জমির ফসল নষ্ট হয়েছে। মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা মঙ্গলবার গোলাঘাটের পরিস্থিতি সরেজমিনে খতিয়ে দেখতে সেখানে যান। অন্য মন্ত্রী ও বিধায়কদেরও তিনি অবিলম্বে বন্যা দুর্গত এলাকায় যাওয়ার নির্দেশ দিয়েছেন। মুখ্যমন্ত্রী কাজিরাঙা জাতীয় উদ্যানের বন্যাকবলিত পরিস্থিতিও খতিয়ে দেখেন। সেখানে ৯৫ টি চেকপোস্ট সম্পূর্ণ ডুবে গেছে। পশু পাখিদের নিকটবর্তী পাহাড়ে নিরাপদ স্থানে সরিয়ে নিয়ে যাওয়া হচ্ছে।