আজকাল ওয়েবডেস্ক: দুর্ভাগ্যজনক বিমান দুর্ঘটনায় মৃত্যু হল বিখ্যাত মেটাল ব্যান্ডের ড্রামবাদক ড্যানিয়েল উইলিয়ামস। বৃহস্পতিবার সকালে সান দিয়েগোতে বিমান দুর্ঘটনায় মৃত্যু হয় তাঁর জনপ্রিয় ব্যান্ড ‘দ্য ডেভিল ওয়্যার প্রাডা’-র প্রাক্তন ড্রামার ছিলেন তিনি। ওই দুর্ঘটনায় মৃত্যু হয়েছে বিখ্যাত মিউজিক এজেন্ট এবং সাউন্ড ট্যালেন্ট গ্রুপের সহপ্রতিষ্ঠাতা ডেভ শাপিরোর। ফেডারেল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন (এফএএ) এখনও মোট হতাহতের সংখ্যা জানায়নি। তবে, বিভিন্ন প্রতিবেদন অনুযায়ী, ছোট ব্যক্তিগত বিমানটিতে মোট ছয়জন যাত্রী ছিলেন।

দুর্ঘটনার মাত্র কয়েক ঘন্টা আগে, ড্যানিয়েল ককপিটের ভিতর থেকে তাঁর ইনস্টাগ্রাম স্টোরিতে একটি ছবি পোস্ট করেছিলেন। মজা করে লিখেছিলেন, "আরে। হে... তুমি... আমার দিকে তাকাও... আমি এখন (সহ) পাইলট।" বুধবার রাতে নিউ জার্সির টেটারবোরো বিমানবন্দর থেকে প্রাইভেট জেটটি উড়ানের পর কানসাসের উইচিতায় জ্বালানি ভরার জন্য কিছুক্ষণ থামে। এরপর সান ডিয়েগোর মন্টগোমেরি-গিবস এক্সিকিউটিভ বিমানবন্দরে উদ্দেশ্যে রওনা দেয়। তারপরেই সব শেষ। 

বৃহস্পতিবার ভোরে মারফি ক্যানিয়ন এলাকায় এই দুর্ঘটনা ঘটে বলে জানা গেছে। এলাকাটিতে নৌবাহিনীর আবাসন রয়েছে। ১০ জন যাত্রী বহনে সক্ষম ছোট প্রাইভেট জেটটি ভোর পৌনে ৪টে নাগাদ নিয়ন্ত্রণ হারিয়ে আবাসিক এলাকায় ভেঙে পড়ে। দুর্ঘটনায় এলাকার বেশ কয়েকটি বাড়ি এবং একটি গাড়ি আগুনে পুড়ে যায়। আগুন থেকে বাঁচতে গিয়ে কয়েকজন স্থানীয় বাসিন্দা আহত হন।

ড্যানিয়েল উইলিয়ামসের বাবা ল্যারি উইলিয়ামসের নিশ্চিত যে বিমানটির আর কেউ বেঁচে নেই। তবে, এফএএ এই ঘটনার তদন্তের আশ্বাস দিয়েছে। সাউন্ড ট্যালেন্ট গ্রুপ পরে জানিয়েছে যে বিমানটিতে তাদের তিনজন কর্মী ছিলেন, যার মধ্যে শাপিরোও ছিলেন। একটি বিবৃতিতে তারা জানিয়েছেন, "আমাদের সহ-প্রতিষ্ঠাতা, সহকর্মী এবং বন্ধুদের মৃত্যুতে আমরা শোকাহত।" 

শাপিরো সাম ৪১, পিয়ার্স দ্য ভেইল, আই প্রিভেইল-সহ বেশ কয়েকটি বিখ্যাত ব্যান্ডগুলির সঙ্গে কাজ করেছিলেন। জানা গিয়েছে, তিনি একটি বিমান কিনেছিলেন এবং একটি সম্প্রতি চালকে লাইসেন্সও পেয়েছিলেন।

ব্যান্ডটিও তাদের সোশ্যাল মিডিয়া পেজে উইলিয়ামসের একটি ছবি দিয়ে তাঁকে শ্রদ্ধা জানিয়েছে। ব্যান্ডের তরফ থেকে লেখা হয়েছে, "কোনও ভাষা নেই। আমরা তোমার কাছে সবকিছুর জন্য ঋণী। তোমাকে চিরকাল ভালবাসি।" উইলিয়ামস অনেকদিন আগেই (২০০৫-২০১৬) ব্যান্ড ছেড়ে দিয়েছিলেন। কিন্তু ব্যান্ডের সাফল্যে তাঁর বড় ভূমিকা ছিল। তারা উইথ রুটস অ্যাবোভ অ্যান্ড ব্রাঞ্চেস বিলো, জম্বি ইপি এবং ডেড থ্রোনের মতো বেশ কিছু হিট অ্যালবাম প্রকাশ করেছিল।