নিজস্ব সংবাদদাতা: বহুদিন পর বড়পর্দায় ফিরছেন অভিনেত্রী সোনালি চৌধুরী। পরিচালক সায়ন্তন ঘোষালের আগামী ছবিতে একটি গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যাবে সোনালিকে। ছবিতে সোহম চক্রবর্তীর বৌদির চরিত্রে এই ছবিতে দেখা যাবে তাঁকে। জানা গিয়েছে, শেষ হয়ে গিয়েছে শুটিং। আপাতত মুক্তির অপেক্ষায় দিন গুনছে এই ছবি।ছোটপর্দায় 'বোধিসত্ত্বের বোধবুদ্ধি’ ধারাবাহিকে শেষবার দেখা গিয়েছিল সোনালিকে। এরপর প্রায় দেড় বছরের লম্বা বিরতি নিয়েছিলেন তিনি। মাতৃ বিয়োগ সামলে ছেলে রিয়ানকে বড় করতে ব্যস্ত ছিলেন। এ প্রসঙ্গে অভিনেত্রীর বক্তব্য ছিল,"ছেলের ছোটবেলাটা মিস্ করতে চাই না। তাই মাঝে মাঝে কাজ করেছি। আবার মাঝে পরিবারকে সময় দিয়েছি। এখন ও একটু বড় হয়েছে বলেই কাজে ফিরতে রাজি হয়েছিলাম"।

যদিও এখন পাকাপাকিভাবে কাজে ফেরার পরিকল্পনা সেরে ফেলেছেন সোনালী চৌধুরী। কিছুদিন আগেই মুক্তি পেয়েছে তাঁর অভিনীত ছবি 'হাতে খড়ি'। এ ছবির প্রসঙ্গে অভিনেত্রী বললেন, "সায়ন্তন ঘোষালের পরিচালনায় এই ছবিতে আমার চরিত্রটি বেশ অন্যরকম। আগে কখনও এই ধরনের চরিত্রে অভিনয় করিনি"। সোনালির কথাতেই জানা গেল, এই থ্রিলারধর্মী ছবির নাম এখনও পাকা হয়নি। ছবিতে তিনি ছাড়াও অন্যতম মুখ্য চরিত্রে রয়েছেন সোহম চক্রবর্তী, ইধিকা পাল।সোহমের বিপরীতেই রয়েছেন ইধিকা। অন‌দিকে, সোহমের বৌদির চরিত্রে দর্শকের সামনে হাজির হবেন সোনালি। অভিনেত্রীর কথায়, "এই ছবিতে দেওর-বৌদির সম্পর্কটা খুব গুরুত্বপূর্ণ। দেওরের জীবনের নানান চড়াই উতরাইয়ের মুহূর্তে পাশে থাকে তাকে ভরসা যোগায় তাঁর এই বৌদি। সোনালির কথায়, "এই দেওরের জীবনের ফ্রেন্ড-ফিলোসফার-গাইড বলা যায় তাকে"। 

ছোট পর্দায় প্রচুর প্রাপ্তি থাকলেও, এখনও পর্যন্ত বড়পর্দায় তেমনভাবে মনের মত কাজ করা হয়ে ওঠেনি তাঁর , জানালেন সোনালি চৌধুরীর। তবে এই ছবি নিয়ে অত্যন্ত আশাবাদী তিনি। বর্তমানে বড়পর্দা হোক বা ছোটপর্দা, দু'জায়গা থেকেই ভালো চরিত্রে অভিনয়ের অপেক্ষায় রয়েছেন সোনালি।