নিজস্ব সংবাদদাতা: জি বাংলার 'যোগমায়া' শেষ হতেই স্টার জলসার 'বঁধুয়া' ধারাবাহিকে গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনেতা শুভঙ্কর সাহা। 'যোগমায়া' শেষ হয়েছে কিছুদিন আগে, এর মধ্যেই নতুন কাজ শুরু করে দিলেন শুভঙ্কর। এই ধারাবাহিকে শ্রী-এর জীবনে আসতে চলেছে নতুন ভালোবাসার মানুষ 'অভিতাজ'।

এই চরিত্রেই অভিনয় করছেন শুভঙ্কর। 'শ্রী'-এর স্বামীর আসল রূপ সকলের সামনে নিয়ে এসেছে 'পেখম'। খারাপ অতীতকে ভোলাতেই কি এবার 'শ্রী'-এর জীবনে হাজির হচ্ছে 'অভিতাজ'? ইতিমধ্যেই ধারাবাহিকের শুটিং শুরু করে দিয়েছেন শুভঙ্কর। নতুন ধারাবাহিক নতুন চরিত্র নিয়ে আশাবাদী অভিনেতা।

শারীরিক অসুস্থতার কারণে মাঝে অনেক দিনের বিরতি নিয়ে কালার্স বাংলা 'ত্রিশুল' ধারাবাহিকের মাধ্যমে ছোটপর্দায় ফেরেন তিনি। এরপর জি বাংলায় 'তোমার খোলা হাওয়া', 'যোগমায়া'র পর এখন স্টার জলসায় নতুন চরিত্রে শুভঙ্কর। 'বঁধুয়া' ধারাবাহিকে দর্শক দেখতে চলেছেন নতুন জুটিকে, 'শ্রী' ও 'অভিতাজ'-এর প্রথম দেখা থেকেই থাকছে দারুণ চমক। 'আবির'-'পেখম' জুটির পাশাপাশি 'শ্রী' ও 'অভিতাজ'-এর জুটিকে দর্শক কতটা পছন্দ করেন, সেটাই এখন দেখার অপেক্ষা।