নিজস্ব সংবাদদাতা: অভিনেত্রী রুক্মিণী মৈত্রর জন্মদিনে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে মনের কথা বললেন দেব। রুক্মিণীর উপস্থিতি দেবের জীবনকে আরও কতটা সুন্দর করেছে, সেটাই নিজের লেখার মাধ্যমে ব্যক্ত করলেন সাংসদ অভিনেতা।

প্রত্যেক বছর জন্মদিনে শুধু পরিবারের সঙ্গেই সময় কাটান রুক্মিণী। অভিনয় জীবনের এই ৭ বছরে প্রথমবার ছবির প্রমোশনের মাধ্যমে ছোট বাচ্চাদের সঙ্গে সময় কাটালেন রুক্মিণী। দিন শেষের কয়েক ঘন্টা আগে অবশেষে সোশ্যাল মিডিয়ায় রুক্মিণীকে শুভেচ্ছা বার্তা দেবের।

সব ব্যস্ততার মধ্যেও মাঝে মাঝেই দেশ বিদেশের বিভিন্ন জায়গায় ঘুরতে বেরিয়ে পড়েন দেব এবং রুক্মিণী। এমনই বিভিন্ন মুহূর্তের বেশ কয়েকটি ছবি পোস্ট করে দেব লিখেছেন, "শুভ জন্মদিন রুক্মিণী, ধন্যবাদ তোমার উপস্থিতিতে আমার জীবনটাকে আরও সুন্দর করে তোলার জন্য। তুমি যা চাও তোমার সব ইচ্ছে পূরণ করে ভগবান তোমার মঙ্গল করুন। এটা বলার অপেক্ষা রাখে না যে তুমি আমার জীবনের সেরা ভ্রমণ সঙ্গী। শুভ হোক তোমার জীবনের প্রত্যেকটা দিন প্রত্যেকটা ঘণ্টা প্রত্যেকটা সেকেন্ড।" তবে শুধুই কি সেরা ভ্রমণ সঙ্গী? দেবের জীবনের সেরা সঙ্গীও যে রুক্মিণী, তা ফুটে উঠল দেবের না বলা কথায়।

প্রথমে দু'জনের সম্পর্ককে শুধুমাত্র বন্ধুত্বের নাম দিলেও পরে অবশ্য প্রকাশ্যে বলেছেন প্রেমের কথা। যদিও তাঁদের কাটানো বেশিরভাগ মুহূর্ত ব্যক্তিগতই রাখেন দেব এবং রুক্মিণী দু'জনেই। রুক্মিণীর কথায়, দেব তাকে তাঁর জীবনের গুরুত্বপূর্ণ সময় দেন সেটাই তাঁর কাছে উপহার।