নিজস্ব সংবাদদাতা: সান বাংলার 'রূপসাগরে মনের মানুষ' ধারাবাহিকে অভিনেত্রী রুকমা রায়কে মন দিয়েছিলেন দেবায়ন ভট্টাচার্য। তবে এবার রুকমাকে ভুলে 'ডায়মন্ড দিদি' ডোনা ভৌমিকের প্রেমে মজলেন এই অভিনেতা।

রুকমা রায় এখন অতীত তাঁর কাছে। বন্ধুর বোন ডোনা ভৌমিকের প্রেমে একেবারে হাবুডুবু খাচ্ছেন নায়ক। তবে পুরো ঘটনাই ঘটছে পর্দায়। সান বাংলার 'রূপসাগরে মনের মানুষ' ধারাবাহিকে প্রথমবার দর্শকেরা দেখেছিলেন দেবায়ন-রুকমার জুটিকে। পরে গল্প অনুযায়ী জুটি বদলে যায়। এই ধারাবাহিক শেষ হওয়ার বেশ কিছুদিন পর অবশেষে নতুন কাজ শুরু করলেন দেবায়ন। জি বাংলা নতুন ধারাবাহিক 'ডায়মন্ড দিদি জিন্দাবাদ '-এ নায়িকা ডোনা ভৌমিকের বাড়িওয়ালার ছেলে 'রাজকমল'-এর চরিত্রে অভিনয় শুরু করলেন দেবায়ন। আজকাল ডট ইন-কে দেবায়ন জানিয়েছেন, "রূপসাগরে মনের মানুষ ধারাবাহিক শেষ হওয়ার পর কিছুদিনের বিরতি নিই। এরপর এই চরিত্রের সুযোগ আসে। চরিত্রটার একবার শুনেই বেশ পছন্দ হয়। নায়িকার বাড়িওয়ালার ছেলে নায়িকাকে বেশ পছন্দ করে। আবার তাঁরই দাদার বন্ধু সেই ছেলেটি অর্থাৎ আমি। তাই বন্ধুর বোনকে আমি মন দিয়েছি বলা যেতেই পারে, প্রথম প্রেমের অনুভূতি যেমন হয় আর কী। এছাড়াও এই চরিত্রটির মধ্যে বেশ সারল্য আছে, যে কারণে আমার খুব ভাল লেগেছে।"

নতুন চরিত্র, নতুন লুক সবকিছু নিয়েই বেশ খুশি দেবায়ন। অন্যদিকে রুকমা রায়কে দর্শক এই মুহূর্তে দেখছেন স্টার জলসার 'তুমি আশে পাশে থাকলে' ধারাবাহিকে। তবে এই ধারাবাহিকে রাজকমল মনের মানুষকে কি পাবেন? কিন্তু এই চরিত্রকে দেখে দর্শক বেশ আনন্দ পাবেন তা নিয়ে আশাবাদী দেবায়ন।