আজকাল ওয়েবডেস্ক:‌ উলুবেড়িয়ায় সাতসকালে মর্মান্তিক দুর্ঘটনায় প্রাণ গেল ট্রাফিক পুলিশের। মৃত ট্রাফিক হোমগার্ডের নাম সোমনাথ রায় (‌৪০)‌। শুক্রবার সকালে হাওড়া জেলার উলুবেড়িয়ায় ৬ নম্বর জাতীয় সড়কের উপর দুর্ঘটনাটি ঘটে। গুরুতর আহত অবস্থায় সোমনাথ বাবুকে উলুবেড়িয়ার শরৎচন্দ্র মেডিক্যাল কলেজে ভর্তি করানো হলে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন। ঘটনায় আরও একজন আহত হয়েছেন বলে জানা গেছে।


মৃত ট্রাফিক হোমগার্ডের বাড়ি হাওড়ার সাঁকরাইলে। উলুবেড়িয়া ট্র্যাফিক গার্ডের অফিসে কর্মরত ছিলেন তিনি। স্থানীয় সূত্রে খবর, উলুবেড়িয়ার শ্রীরামপুর মোড়ে ছ’নম্বর জাতীয় সড়কে ডিউটি করছিলেন সোমনাথ। আচমকাই একটি লরি তাঁকে ধাক্কা মারে। এরপরই চালক লরিটিকে নিয়ে কোলাঘাটের দিকে চলে যান। মৃতদেহ ময়নাতদন্তে পাঠানো হয়েছে। 


ঘটনায় ক্ষোভ উগরে দেন স্থানীয়রা। অভিযুক্ত লরিচালকের শাস্তির দাবি জানান। পুলিশ ঘাতক লরির চালকের খোঁজ চালাচ্ছে। কর্তব্যরত ট্রাফিক গার্ডের মৃত্যুতে শোকের ছায়া এলাকায়। কান্নায় ভেঙে পড়েছে পরিবারের সদস্যরা।