আজকাল ওয়েবডেস্ক: ভারত–অস্ট্রেলিয়া টেস্ট ক্রিকেটের ইতিহাসে বিরলতম ঘটনা। ৭৭ বছর ধরে দুই দেশ টেস্ট ক্রিকেটে মুখোমুখি হচ্ছে। কিন্তু এরকম ঘটনা এর আগে আর ঘটেনি।
দুই দেশের অধিনায়ক জসপ্রিত বুমরা ও প্যাট কামিন্স যখন টস করতে নামলেন তখনই সেই ইতিহাস তৈরি হল। ৭৭ বছরের ভারত–অস্ট্রেলিয়া টেস্টের ইতিহাসে এই প্রথম দুই দেশের অধিনায়ক দুই পেসার। কামিন্স যেমন পেসার। তেমনি রোহিতের অনুপস্থিতিতে পার্থে অধিনায়কত্ব করা বুমরাও পেসার।
যদিও কামিন্স ২০২১ সাল থেকেই অস্ট্রেলিয়ার অধিনায়ক। ইতিহাস বলছে ভারত–অস্ট্রেলিয়া প্রথম টেস্ট সিরিজ খেলেছিল ১৯৪৭–৪৮ সালে। সেই টেস্ট সিরিজে ভারত ০–৪ হেরেছিল। সেই সিরিজে অস্ট্রেলিয়ার অধিনায়ক ছিলেন স্যর ডোনাল্ড ব্র্যাডম্যান। আর ভারতের লালা অমরনাথ। ১৯৮৫–৮৬ সালে কপিল দেব প্রথম পেসার যিনি অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টেস্ট সিরিজে ভারতের অধিনায়ক ছিলেন। আর অস্ট্রেলিয়ার এই প্রথম কোনও পেসারকে বর্ডার–গাভাসকার ট্রফিতে নেতৃত্ব দিতে দেখা গেল। এর আগে অস্ট্রেলিয়ায় শেষ সিরিজে টিম পাইন ছিলেন অধিনায়ক।
এদিকে, পার্থে ভারতের হয়ে টেস্ট অভিষেক হল নীতীশ কুমার রেড্ডি ও হর্ষিত রানার। আর অস্ট্রেলিয়ার হয়ে অভিষেক হল ন্যাথান ম্যাকসোয়ানির। টস জিতে শুরুতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছে ভারত। কিন্তু শুরুটা একেবারেই ভাল হয়নি। ইতিমধ্যেই চার উইকেট হারিয়েছে ভারত। বোর্ডে উঠেছে মাত্র ৫১ রান।
