আজকাল ওয়েবডেস্ক : হামাসকে সরাসরি হুঁশিয়ারি দিল ইজরায়েল। সেখানকার পণবন্দিদের যাতে দ্রুত মুক্ত করা যায় সেদিকে এবার জোর দেবে ইজরায়েল। হামাস যদি মনে করে তারা তাদের ইচ্ছামতো কাজ করবে তবে তা হবে না, হুঁশিয়ারি দিল ইজরায়েল। এখনও পর্যন্ত হামাসের কাছে ২২০ জন বন্দি রয়েছে। ইজরায়েলের সেনাপ্রধান জানিয়েছেন, যদি হামাস মনে করে তারা তাদের মত করে চলবে তা হবে না। যদি গাজার স্থানীয় বাসিন্দারা এই কাজে ইজরায়েলের সেনাকে সহায়তা করে তবে তাদের পুরস্কৃত করা হবে বলেও জানিয়েছে ইজরায়েল সেনা। প্রসঙ্গত, সোমবারই দুই বয়স্ক আমেরিকান মহিলাকে মুক্তি দিয়েছে হামাস। সূত্রের খবর, তারা আরও ৫০ জনকে মুক্তি দেওয়ার বিষয়টি নিয়েও চিন্তাভাবনা করছে। যুদ্ধের কাজে ইজরায়েলি সেনা এবার ড্রোণের সহায়তা নেবে বলেও জানা গিয়েছে। যেভাবেই হোক হামাসের কবল থেকে বন্দিদের মুক্ত করা হবে, জানালেন এক ইজরায়েল সেনাপ্রধান। প্রধানমন্ত্রী বেঙ্গামিন নেতানিয়াহু জানিয়েছে, ইজরায়েলের এখন একটি কাজই রয়েছে। তা হল হামাসকে সম্পূর্ণভাবে ধুলোয় মিশিয়ে দেওয়া। এই কাজ যতদিন না পর্যন্ত শেষ হবে ততদিন ইজরায়েল সেনা টানা লড়াই চালিয়ে যাবে। এদিকে ইজরায়েলের পাশে থাকার বার্তা ইতিমধ্যেই দিয়েছে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। তিনি আরও একবার বলেন, ইজরায়েলের নিজস্ব সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা রয়েছে। তবে আমেরিকা তার পাশে আগেও ছিল এবং থাকবে। এদিকে এই যুদ্ধের ফলে বিশ্ব অর্থনীতি যে যথেষ্ট প্রভাবিত হয়েছে তা একবাক্যে স্বীকার করে নিয়েছে বিশ্বের শক্তিধর দেশগুলি।