আজকাল ওয়েবডেস্ক : ফের নারীশক্তির হয়ে জোর সওয়াল কেন্দ্র সরকারের। কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান জানান, দেশের প্রতিটি কর্মক্ষেত্রে নারীদের অংশগ্রহণ বাড়ছে। ২০২২-২৩ সালে এই অংশগ্রহণ বেড়েছে প্রায় ৩৭ শতাংশ। এর থেকেই বোঝা যাচ্ছে দেশের উন্নতিতে পুরুষদের পাশাপাশি নারীরা কতটা সক্রিয় ভূমিকা গ্রহণ করেছে। তিনি আরও বলেন, বহু স্থানেই দেখা যাচ্ছে নারীরা পুরুষদের তুলনায় অনেক এগিয়ে থেকে কাজ করছে। মহিলাদের কাজের প্রতি আগ্রহ দেখে খুশি সকলেই। আগামীদিনে নরেন্দ্র মোদির নেতৃত্বে সরকার নারীদের কাজের বিষয়টি আরও আগ্রহ সহকারে দেখবে। সরকার চায় দেশের প্রতিটি নারী শিক্ষিত হোক এবং দেশের উন্নতিতে অংশ নিক। বহুক্ষেত্রেই দেখা গিয়েছে নারীরা সামনে থেকে নেতৃত্ব দিচ্ছে। এই ঘটনা প্রমাণ করে তারা এখন আধুনিক প্রযুক্তির সঙ্গে কতটা খাপ খাইয়ে নিয়েছে। আগামীদিনে নারীরা যাতে আরও বেশি পরিমানে নেতৃত্ব দিতে পারে সেদিকে নজর রাখবে কেন্দ্র, জানালেন ধর্মেন্দ্র প্রধান। নারীরা প্রতিটি ক্ষেত্রে প্রযুক্তিকে তাদের উন্নতি হাতিয়ার করেছে। ফলে সেদিন আর বাকি নেই যেখানে নারীরাই হয়ে উঠবে দেশের সম্পদ। তার দাবি ২০১৭-১৮ সালে দেশে বেকারত্বের হার যেখানে ছিল ৬ শতাংশ সেখানে ২০২২-২৩ সালে তা মনে এসে হয়েছে ৩.৭ শতাংশ। ভারতের অর্থনীতিতে নারীদের ভূমিকা যে আগামীদিনে আরও সক্রিয় হবে তা এদিন ফের একবার জোর গলায় জানিয়ে দেন কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী।