পুলিশ সূত্রে খবর, চাকরির খোঁজে চার বছর আগে নাগপুরে এসেছিলেন টুইঙ্কল ও রাম। বিয়ের পর থেকে দুজনের মধ্যেই চরম অশান্তি হত। সোমবার বিকেলে বাড়ি ফেরার পরেই বাকবিতণ্ডায় জড়িয়ে পড়েন দুজনে। মা-বাবার অশান্তির মাঝেই কান্নাকাটি করে খুদে। রাগের মাথায় ঘর থেকে মেয়েকে তুলে নিয়ে গিয়ে, বাড়ির বাইরে শ্বাসরোধ করে খুন করে মা। এরপর চার কিলোমিটার পথ মেয়ের দেহ নিয়ে হেঁটে পুলিশের কাছে পৌঁছয় টুইঙ্কল। পুলিশকে ঘটনার বিষয়ে জানায়। শিশুটিকে দ্রুত হাসপাতালে নিয়ে যায় পুলিশ। সেখানে তাকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা।
ঘটনার পরেই ঘাতক মাকে গ্রেপ্তার করেছে পুলিশ। হেফাজতে নিয়ে তাকে জেরা করে তদন্ত জারি রেখেছে পুলিশ।
