আজকাল ওয়েবডেস্ক: প্রথম স্ত্রী জীবিত থাকা অবস্থায় সরকারি কর্মীকে দ্বিতীয় বিবাহ করতে হলে নিতে হবে সরকারের অনুমতি। কর্মীদের জন্য নির্দেশিকা জারি করল হিমন্ত বিশ্বশর্মার সরকার। কোনও বিশেষ গোষ্ঠীর কথা এই নির্দেশিকায় উল্লেখ করা না হলেও, নির্দেশিকায় জানানো হয়েছে, নির্দিষ্ট কোনও গোষ্ঠীর এই ধরণের বিয়ে প্রসঙ্গে নিজেদের নিয়ম থাকলেও, সরকারি কর্মীদের সরকারের অনুমতি নিতে হবে। অসমের মুখ্যমন্ত্রী জানিয়েছেন, ‘আমরা এমন ঘটনাও দেখেছি, যেখানে কর্মীর মৃত্যুর পর তাঁর পেনশন নিয়ে লড়াই করেন দুই স্ত্রী।' অসম সরকারের পক্ষ থেকে ২০ অক্টোবর এই নির্দেশিকা জারি করা হয়েছে। একইভাবে কোনও মহিলা সরকারি কর্মীর প্রথম স্বামী জীবিত থাকার পর তাঁকে দ্বিতীয় বিয়ের জন্য সরকারের অনুমতি নেওয়ার নির্দেশিকা শ্রীঘ্রই জারি হবে বলে জানা গিয়েছে। উল্লেখ্য, এবছরের শুরুতেই অসমের মুখ্যমন্ত্রী জানিয়েছিলেন বহুবিবাহ রোধ করার জন্য সরকার একটি বিশেষ পদক্ষেপ গ্রহণ করতে চলেছে।