আজকাল ওয়েবডেস্ক : দিল্লি ও পাঞ্জাব সরকারকে কড়া ভৎর্সনা করল দেশের শীর্ষ আদালত। আদালত জানিয়েছে কৃষকদের সহায়তা করতে গিয়ে তারা বায়ুদূষণ নিয়ে খেলা করছেন। সামনেই শীতের মরশুম। তবে বায়ুদূষণ নিয়ে যে দীর্ঘ শুনানি চলছে তার শেষ হওয়া দরকার। প্রসঙ্গত, এই দুই রাজ্যেই আপের সরকার চলছে। তবে নাড়া পোড়ানো কেন এতদিনে সামলানো গেল না তা নিয়ে এদিন সুপ্রিম কোর্টের কাছে কোনও সদুত্তর দিতে পারেনি আপ সরকার। বিগত ছয় বছরের মধ্যে দূষণের ক্ষেত্রে এবার সর্বোচ্চ সীমা অতিক্রম করেছে বলে জানিয়েছে শীর্ষ আদালত। এই ঘটনাকে অতি সহজভাবে কেন নেওয়া হয়েছে তা নিয়ে এদিন আপ সরকারের কড়া সমালোচনা করে শীর্ষ আদালত। যদিও দেশের কৃষকদের প্রতি সহানুভূতি দেখিয়েছে শীর্ষ আদালত। কৃষকদের সঠিক পথ দেখানো উচিত সরকারের। তারা যদি সেই কাজ না করে তবে এই ভয়ঙ্কর পরিস্থিতি থেকে বের হওয়া অসম্ভব। চলতি মরশুমে দিল্লিতে যে হারে দূষণ বেড়েছে তাকে নিয়ন্ত্রণ করতে হিমসিম খেয়েছে আপ সরকার। তারপর শীর্ষ আদালতের এহেন ভৎর্সনা ফের নতুন করে চাপে ফেলল আপ সরকারকে।