Bollywood scandal: বলিউডের কেলেঙ্কারিতে জড়িয়েছিল বিপাশা থেকে শাহিদের নাম, ঠিক কী ঘটেছিল এই তারকাদের সঙ্গে?
Snigdha Dey
বৃহস্পতিবার, 15 আগস্ট 2024
1
5
বিপাশা বসু : ২০১১ সালে রাজনীতিবিদ অমর সিংয়ের সঙ্গে একটি ফাঁস হওয়া ফোন রেকর্ডিং তাকে শিরোনামে নিয়ে এসেছিল বিপাশার। এই ঘটনায় বিপাশা রেগে গিয়ে সমস্ত অভিযোগ অস্বীকার করেছিলেন এবং সবাইকে চ্যালেঞ্জ জানিয়েছিলেন যে এই রেকর্ডিংয়ে যে তিনিই কথা বলেছেন সেটা আগে প্রমাণ করা হোক।
2
5
শাইনি আহুজা : টিনসেন টাউনের জনপ্রিয় অভিনেতা শাইনি অভিনেতা।তাঁর কেরিয়ার যখন উর্ধ্বগগনে তখনই ধর্ষণের অভিযোগ উঠেছিল অভিনেতার বিরুদ্ধে। যদি আহুজার স্ত্রী ও পরিবারের দাবি ছিল সবটাই পরিকল্পিত। কিন্তু এই অপরাধের জন্য ৭ বছরের কারাদন্ডে দন্ডিত করা হয়েছিল অভিনেতাকে।
3
5
কঙ্গনা রানাউত : বলিউডের অন্যতম কলঙ্কজনক বিষয় কঙ্গনা রানাউত-আদিত্য পাঞ্চোলির সম্পর্ক । ইন্ডাস্ট্রিতে এসেই লড়াই -এর শুরুতেই আদিত্যর খপ্পরে পড়েন অভিনেত্রী। মুম্বই সংবাদমাধ্যমের এক সাক্ষাৎকারে কঙ্গনা জানিয়েছিলেন, তাঁকে গৃহবন্দি করে শারীরিক নির্যাতন করতেন আদিত্য। সেখান থেকে বাঁচতে অ্যাপার্টমেন্টের জানালা দিয়ে পালাতে বাধ্য হয়েছিলেন কঙ্গনা।
4
5
শাহিদ কাপুর : কন্ট্রোভার্সিতেই বারবারই উঠে এসেছে শাহিদ-করিনার নাম। একটি এমএমএস ভাইরাল হয়েছিল নেটদুনিয়ায়। যেখানে শাহিদ কাপুর এবং করিনা কাপুরের চুম্বনের ভিডিও ছিল। যদিও দু'জনেই এই ভিডিওটির কথা অস্বীকার করেছেন।
5
5
শক্তি কাপুর : বলিউড অভিনেতা শক্তি কাপুরও যৌন কেলেঙ্কারিতে জড়িয়ে পড়েছিলেন। ভিলেন হিসেবেই তাঁর যথেষ্ঠ পরিচিতি রয়েছে। এক অভিনেত্রীর সঙ্গে ঘনিষ্ট মুহূর্তের দাবি জানিয়েছিলেন অভিনেতা। আর সেই এই রেকর্ডিং ভিডিও শোরগোল ফেলে দিয়েছিল সোশ্যাল মিডিয়ায়।