শরীরের বিভিন্ন স্থানে ব্যথাহীন মাংসপিণ্ড কেন হয়? এক্ষুনি সতর্ক হন....

img

শরীরের বিভিন্ন স্থানে চামড়ার নিচে ছোট ছোট ব্যথাহীন মাংসপিণ্ড দেখা দিতে পারে। এগুলো সাধারণত লাইপোমা বা বিনাইন টিউমার হলেও, কখনও কখনও ক্যানসারের প্রাথমিক ইঙ্গিতও হতে পারে। তাই উপেক্ষা না করে দ্রুত চিকিৎসকের পরামর্শ নেওয়া জরুরি।

img

টিউমার কী ও এর ধরন: টিউমার হলো অস্বাভাবিক কোষবৃদ্ধি। এটি দুই প্রকার — বিনাইন (অক্ষতিকর) এবং ম্যালিগন্যান্ট (ক্ষতিকর বা ক্যানসারাস)। বিনাইন টিউমার এক স্থানে থাকে, কিন্তু ম্যালিগন্যান্ট টিউমার শরীরের অন্য অংশে ছড়িয়ে পড়তে পারে।

img

ম্যালিগন্যান্ট টিউমারের কারণ: আঘাত, সংক্রমণ, প্রদাহ, বিকিরণ, জিনগত কারণ বা অস্বাস্থ্যকর জীবনযাত্রা ম্যালিগন্যান্ট টিউমারের কারণ হতে পারে। এটি মস্তিষ্ক, স্তন, ঘাড়, পেট ও শ্বাসযন্ত্রে বেশি দেখা যায়।

img

বিনাইন টিউমারের লক্ষণসমূহ: দৃষ্টির সমস্যা, অস্বস্তি বা ব্যথা, জ্বর, ক্ষুধা কমে যাওয়া, রাতে ঘাম হওয়া, ওজন কমে যাওয়া, এবং হঠাৎ মাথাব্যথা — এগুলো বিনাইন টিউমারের সাধারণ লক্ষণ। এদের উপেক্ষা করলে জটিলতা বাড়তে পারে।

img

শনাক্তকরণ ও করণীয়: চিকিৎসক সিটি স্ক্যান, এমআরআই, এক্স-রে বা ম্যামোগ্রামের মাধ্যমে টিউমারের ধরন শনাক্ত করেন। শরীরে ফোলা বা অস্বাভাবিক মাংসপিণ্ড দেখলে দেরি না করে পরীক্ষা করান — প্রাথমিক পর্যায়ে ধরা পড়লে চিকিৎসা সহজ ও কার্যকর হয়।