Daily Horoscope: check astrological prediction of 12 zodiac signs on Monday 26 May 2025 Daily Horoscope: check astrological prediction of 12 zodiac signs on Monday 26 May 2025

অফিসে সমস্যা,স্বাস্থ্য নিয়ে চিন্তা! নাকি হাতের মুঠোয় অর্থ-সাফল্য? সপ্তাহের প্রথম দিন কী আছে আপনার ভাগ্যে?

img

আজকাল ওয়েবডেস্ক: আজ সোমবার, ২৬ মে ২০২৫ পঞ্জিকা অনুসারে বেলা ১২টা ১১ মিনিট পর্যন্ত থাকবে জ্যৈষ্ঠ কৃষ্ণা চতুর্দশী তিথি। তারপর শুরু হবে জ্যৈষ্ঠ অমাবস্যা। চাঁদ আজ মেষ রাশি ছেড়ে বৃষ রাশিতে গোচর করবে। এখন সূর্যও বৃষ রাশিতে বিরাজ করায় শশীআদিত্য যোগ গঠিত হবে। জ্যোতিষশাস্ত্র অনুযায়ী, আজ সারাদিন শোভন যোগ ও অতিগণ্ড যোগের প্রভাব থাকছে। এছাড়া ভরণী নক্ষত্র ও কৃত্তিকা নক্ষত্রের প্রভাব থাকবে। একাধিক শুভ যোগের প্রভাবে আজ বেশ কয়েকটি রাশির দিন ভাল কাটতে চলেছে। তাহলে কাদের ভাগ্যের চাকা ঘুরবে? কাদের জীবনে আসবে দুর্ভোগ? জেনে নিন রাশিফল।

img

মেষ- আজ মেষ রাশির জাতক-জাতিকাদের কাজে অমনোযোগ হতে পারে। কাজের ক্ষেত্রে আতিরিক্ত আত্মবিশ্বাস না রাখাই শ্রেয়। দূরে কোথাও ভ্রমণের জন্য আজকের দিনটি শুভ নয়।

img

বৃষ- ব্যক্তিত্বের উন্নতি হবে। নিজের আচরণে আজ সকলের মন জয় করতে পারবেন। বিশেষ করে কর্মক্ষেত্রে এর বড় প্রভাব পড়বে। পরিবারের কোনও সদস্যের স্বাস্থ্যের অবনতি হতে পারে।

img

মিথুন- আজ মিথুন রাশির জাতক-জাতিকাদের স্বাস্থ্য নিয়ে সচেতন থাকতে হবে। বিলাসিতায় অতিরিক্ত খরচ করলে পকেটে টান পড়তে পারে। এমনকী আর্থিক চ্যালেঞ্জের মুখোমুখি হতে পারেন।

img

কর্কট- আজ কর্কট রাশির দিনটি ভালই যাবে। চাকরি-ব্যবসায় উন্নতির যোগ রয়েছে। পরিবারের সঙ্গে ভাল সময় কাটাবেন। তবে নিজের আচরণে যাতে কেউ দুঃখ না পান, সেদিকে খেয়াল রাখবেন।

img

সিংহ- সপ্তাহের প্রথম দিনে সিংহ রাশির জাতক-জাতিকাদের খরচ বাড়বে। শারীরিক- মানসিক চাপ বাড়বে। ভাগ্য সহায় থাকায় অনেক কঠিন কাজেও সাফল্য পেতে পারেন।

img

কন্যা- আজ কন্যা রাশির জাতক-জাতিকাদের কর্মক্ষেত্রে সুকৌশলে কাজ করতে হবে। নচেৎ বিপদে পড়ার আশঙ্কা রয়েছে। সন্তানের ভবিষ্যতের জন্য নতুন কিছু পরিকল্পনা করতে পারেন।

img

তুলা- পরিবারের খরচ বাড়বে। বিবাহিত জীবনে টানাপোড়েন থাকতে পারে। কর্মক্ষেত্রে কাজের প্রশংসা পাবেন। নতুন কোনও কাজের দায়িত্বও পেতে পারেন।

img

বৃশ্চিক- আজ বৃশ্চিক রাশির জাতক-জাতিকাদের চাকরিতে উন্নতি হতে পারে। ব্যবসাতেও লাভের যোগ রয়েছে। পরিবারের কোনও সদস্যের স্বাস্থ্য সম্পর্কিত দুশ্চিন্তা ভোগাতে পারে।

img

ধনু- স্বাস্থ্যজনিত সমস্যায় ভুগতে পারেন। সর্দি-কাশি-গলা ব্যথার সমস্যায় ভুগতে পারেন। বৈবাহিক জীবনে সুখ থাকবে। প্রিয়জনের থেকে কোনও দামি উপহার পেতে পারেন।

img

মকর- আজ মকর রাশির জাতক-জাতিকাদের বাড়ি-গাড়ি কেনার যোগ রয়েছে। প্রেম জীবন সুখের হবে। চাকরির কঠোর পরিশ্রমের ফল পাবেন।

img

কুম্ভ- আজ কুম্ভ রাশির জাতক-জাতিকাদের খরচ বাড়তে পারে। আয় ও ব্যয়ের মধ্যে সামঞ্জস্য হারাতে পারেন। মানসিক চাপ বাড়বে। সঙ্গীর কাছ থেকে ভাল কোনও খবর পেতে পারেন।

img

মীন- আজকের দিনটি বেশ ভাল কাটতে চলেছে মীন রাশির জাতক-জাতিকাদের। নতুন কোনও কাজ করলে সাফল্য পাবেন। অনেক দিনের আটকে থাকা টাকা ফেরত পেতে পারেন। বন্ধুদের সঙ্গে গল্প করে মন হালকা হবে।