স্বামী ঝড় তোলেন মাঠে আর স্ত্রী বাথরুমে, রাসেল-পত্নীর লাস্যময়ী ছবি যৌবনে জোয়ার আনবেই
Kaushik Roy
সোমবার, 19 মে 2025
1
6
বিশ্বজুড়ে বিভিন্ন জায়গায় ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট খেলে বেড়ান ক্যারিবিয়ান তারকা আন্দ্রে রাসেল। তিনি ফর্মে থাকলে বোলারদের কপালে অশেষ দুঃখ থাকে।
2
6
আন্দ্রে রাসেল যেমন মাঠে ঝড় তোলেন তাঁর স্ত্রী জেসিম লরা রাসেল ঝড় তোলেন তাঁর সেলফিতে। বর্তমানে মহিলাদের মধ্যে সেলফি তোলার অন্যতম ট্রেন্ড বাথরুম সেলফি। আর রাসেল পত্নীও সেই ট্রেন্ডে গা ভাসিয়েছেন।
3
6
রাসেলের স্ত্রী জেসিম লরার সৌন্দর্য রীতিমত চোখে পড়ার মতো। রাসেল যেমন ক্রিকেটে অন্যতম বড় নাম তেমনই তাঁর স্ত্রী মডেলিং জগতে খ্যাতি অর্জন করেছেন।
4
6
জেসিমের সঙ্গে প্রেম করে বিয়ে হয়েছিল রাসেলের। দুজনেই যুগল হিসেবে খুবই রোমান্টিক। ইনস্টাগ্রাম হ্যান্ডেলে তাঁদের একাধিক ছবি রয়েছে। এমনকি, নিজেদের ঘনিষ্ঠ মুহূর্তের ছবিও শেয়ার করেছেন তাঁরা।
এমনিতেই, রাসেরল পত্নীর ইনস্টা অ্যাকাউন্ট সেলফিতে ভর্তি। তার ওপর লাস্যময়ী বাথরুম সেলফিতে লাইকের বন্যা বয়ে গিয়েছে। আপলোড করার সঙ্গে সঙ্গে তা মুহূর্তের মধ্যে ভাইরাল হয়ে গিয়েছে।