সময়ের আগে চলে গেল সন্তু, তারকা মহলে শোকের ছায়া, কী এমন হয়েছিল?
Soma Majumdar
সোমবার, 03 মার্চ 2025
1
8
নিজস্ব সংবাদদাতা: মাত্র ৮ বছর বয়সে চলে গেল বাংলাদেশি তারকা কুকুর সন্তু। পরিবারের কাছে সে ছিল প্রিয় 'মা পাখি'।
2
8
বেশ কিছুদিন ধরে শারীরিক সমস্যায় ভুগছিল সন্তু। রবিবার বিকেলে অত্যন্ত অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয় সে। সমাজ মাধ্যমে সন্তুর জন্য সকলকে প্রার্থনা করার অনুরোধ জানান পরিবারের সদস্যরা। কিন্তু শেষ রক্ষা আর হল না। কয়েক ঘণ্টার মধ্যে শেষ নিঃশ্বাস ত্যাগ করে সকলের প্রিয় সন্তু।
3
8
ফেসবুক, ইউটিউব, ইনস্টাগ্রামে ব্যাপক জনপ্রিয় ছিল সন্তু। আসলে বহু মানুষের মন ভাল রাখার দাওয়াই ছিল সে। তার ভিডিও মানেই লক্ষ লক্ষ ভিউ। তার বিভিন্ন মজাদার পোস্টের ভক্ত ছিলেন অনুরাগীরা।
4
8
সন্তুর মৃত্যুর খবর পাওয়ার পরই ভারত-বাংলাদেশ— দু’দেশেই শোকের ছায়া নামে। দুঃখপ্রকাশ করেন তার অনুরাগীরা। সন্তুর অকাল প্রয়াণে শোকাহত দুই বাংলার তারকা থেকে অগুণতি সাধারণ মানুষ।
5
8
পায়ে ব্যথা নিয়ে বেশ কয়েকদিন ধরেই ভুগছিলেন সন্তু। দিন দু'য়েক আগেই ভারত থেকে ওষুধ নিয়ে যাওয়ার জন্য জন্য পোস্ট করেছিলেন তার পরিবারের সদস্যরা। তবে শুধুই কি পায়ে ব্যথার জন্য অকালে না ফেরার দেশে চলে গেল সন্তু? জানা গিয়েছে, টিক ফিভারে আক্রান্ত হয় তারকা কুকুর।
6
8
এর আগে একাধিকবার তাকে কলকাতায় এনে চিকিৎসা করানো হয়। সেই সময় টলিউডের একাধিক তারকা নিজের বাড়িতে নিয়ে গিয়ে সন্তুর সঙ্গে দেখা করেন, সময় কাটান। এমনকি অভিনেতা সৌরভ দাস ও দর্শনা বণিকের বিয়েতেও বিশেষ অতিথি হিসেবে হাজির ছিল সন্তু। সারমেয়র অকালে চলে যাওয়া যেন বিশ্বাস করতে পারছেন না কেউই।
7
8
তথাগত মুখোপাধ্যায়, কাঞ্চনা মৈত্র, দর্শনা বণিক, ইমন চট্টোপাধ্যায়, দেবশ্রী রায় সহ আরও অনেক তারকা সন্তুর মৃত্যুতে শোকাহত। কেউ কেউ সমাজ মাধ্যমে পোস্টও করেছেন।
8
8
সমাজ মাধ্যমে বহু তারকাকেই তার ফলোয়ার সংখ্যা হার মানাবে। প্রিয় সন্তুর ভিডিওতে তার হাসিমুখ, খেলা, নানা ভাবে সময় কাটানো যে আর দেখা যাবে না - তা মেনে নিতে পারছেন না অনুরাগীরা। সন্তুর পরিবার এই কঠিন সময় কাটিয়ে উঠুক, এই প্রার্থনাই করছেন সকলে।