Sarod
Sarod

ঘনিষ্ঠ দৃশ্যে সম্পূর্ণ নগ্ন ছিলেন শক্তি কাপুর, হঠাৎই প্যান্ট না পরেই বাইরে ছুটে বেরলেন! কী হল তারপর?

img

সংবাদসংস্থা মুম্বই: এক সময়ের ভয়ঙ্কর ভিলেন বলতেই, উঠে আসত অভিনেতা শক্তি কাপুরের নাম।‌ পর্দায় তাঁর অভিনয় দেখে ভয়ে কাঁপতেন দর্শক। নায়িকাদের চিরশত্রু শক্তি কাপুরের জনপ্রিয়তা এখনও একটুও কমেনি।

img

মাঝেমধ্যেই বেফাঁস মন্তব্য হোক বা কার্যকলাপে শিরোনামে উঠে আসেন শক্তি কাপুর। এবারও তার অন্যথা হল না। তবে শক্তির গোপন কেচ্ছা এবার সামনে আনলেন বন্ধু গোবিন্দা।

img

কপিল শর্মার টক শো-এ এসে একবার গোবিন্দকে বলতে শোনা যায় শক্তির দুর্দান্ত পারফরম্যান্স নিয়ে। প্রথমে যদিও অভিনেতার প্রশংসাই করছিলেন। তার মাঝেই বলে ফেলেন শুটিংয়ের মজাদার কাহিনি।

img

গোবিন্দার কথায়, “শক্তি একবার ধর্ষণের দৃশ্যে অভিনয় করছে। হঠাৎ ঘরে একটা লোক এল মোবাইল নিয়ে, শক্তি সব ভুলে ফোনে কথা বলতে শুরু করল। সবাই তাজ্জব!”

img

আরও এক দৃশ্যের কথা মনে করতে পারলেন গোবিন্দা, যেখানে শক্তিকে সম্পূর্ণ নগ্ন অবস্থায় দেখেছিলেন গোবিন্দা।"

img

তাঁর কথায়, “আমি ভাবলাম নতুন স্টাইল। স্পষ্ট দেখলাম, প্যান্ট না পরে ঘর থেকে বেরিয়ে এসেছে শক্তি। অর্ন্তবাস পর্যন্ত নেই। আমি তো বিশ্বাসই করতে পারছিলাম না! কিন্তু নিজের চোখে দেখেছি!”

img

বহু ছবিতে একসঙ্গে কাজ করেছেন গোবিন্দা আর শক্তি। ১৯৮৭ সালে ‘মারতে দম তক’ ছবিতে প্রথম তাঁদের একসঙ্গে দেখা যায়। এরপর ‘সিঁদুর’ ছবিতে শশী কপুর, জয়া প্রদার সঙ্গে গোবিন্দ-শক্তিও নজর কেড়েছেন।

img

এছাড়াও, ‘দরিয়া দিল’, ‘হালাল কি কামাই’ প্রভৃতি আরও বহু ছবিতে একসঙ্গে পর্দা কাঁপিয়েছেন এই জুটি। তবে ‘রাজা বাবু’ এবং ‘কুলি নম্বর ১’ ছবিতে এই মজাদার জুটিকে সবচেয়ে বেশি পছন্দ করেছেন দর্শক।