ঘনিষ্ঠ দৃশ্যে সম্পূর্ণ নগ্ন ছিলেন শক্তি কাপুর, হঠাৎই প্যান্ট না পরেই বাইরে ছুটে বেরলেন! কী হল তারপর?
Snigdha Dey
বৃহস্পতিবার, 29 মে 2025
1
8
সংবাদসংস্থা মুম্বই: এক সময়ের ভয়ঙ্কর ভিলেন বলতেই, উঠে আসত অভিনেতা শক্তি কাপুরের নাম। পর্দায় তাঁর অভিনয় দেখে ভয়ে কাঁপতেন দর্শক। নায়িকাদের চিরশত্রু শক্তি কাপুরের জনপ্রিয়তা এখনও একটুও কমেনি।
2
8
মাঝেমধ্যেই বেফাঁস মন্তব্য হোক বা কার্যকলাপে শিরোনামে উঠে আসেন শক্তি কাপুর। এবারও তার অন্যথা হল না। তবে শক্তির গোপন কেচ্ছা এবার সামনে আনলেন বন্ধু গোবিন্দা।
3
8
কপিল শর্মার টক শো-এ এসে একবার গোবিন্দকে বলতে শোনা যায় শক্তির দুর্দান্ত পারফরম্যান্স নিয়ে। প্রথমে যদিও অভিনেতার প্রশংসাই করছিলেন। তার মাঝেই বলে ফেলেন শুটিংয়ের মজাদার কাহিনি।
4
8
গোবিন্দার কথায়, “শক্তি একবার ধর্ষণের দৃশ্যে অভিনয় করছে। হঠাৎ ঘরে একটা লোক এল মোবাইল নিয়ে, শক্তি সব ভুলে ফোনে কথা বলতে শুরু করল। সবাই তাজ্জব!”
5
8
আরও এক দৃশ্যের কথা মনে করতে পারলেন গোবিন্দা, যেখানে শক্তিকে সম্পূর্ণ নগ্ন অবস্থায় দেখেছিলেন গোবিন্দা।"
6
8
তাঁর কথায়, “আমি ভাবলাম নতুন স্টাইল। স্পষ্ট দেখলাম, প্যান্ট না পরে ঘর থেকে বেরিয়ে এসেছে শক্তি। অর্ন্তবাস পর্যন্ত নেই। আমি তো বিশ্বাসই করতে পারছিলাম না! কিন্তু নিজের চোখে দেখেছি!”
7
8
বহু ছবিতে একসঙ্গে কাজ করেছেন গোবিন্দা আর শক্তি। ১৯৮৭ সালে ‘মারতে দম তক’ ছবিতে প্রথম তাঁদের একসঙ্গে দেখা যায়। এরপর ‘সিঁদুর’ ছবিতে শশী কপুর, জয়া প্রদার সঙ্গে গোবিন্দ-শক্তিও নজর কেড়েছেন।
8
8
এছাড়াও, ‘দরিয়া দিল’, ‘হালাল কি কামাই’ প্রভৃতি আরও বহু ছবিতে একসঙ্গে পর্দা কাঁপিয়েছেন এই জুটি। তবে ‘রাজা বাবু’ এবং ‘কুলি নম্বর ১’ ছবিতে এই মজাদার জুটিকে সবচেয়ে বেশি পছন্দ করেছেন দর্শক।