When Anil Kapoor revealed his love story with wife Sunita at their 41th anniversary When Anil Kapoor revealed his love story with wife Sunita at their 41th anniversary

স্ত্রী সুনিতার থেকে হাত খরচ নিতেন অনিল কাপুর? ৪১ বছরের বিবাহবার্ষিকীতে জানুন জুটির গোপন কথা

img

সংবাদসংস্থা মুম্বই: ইন্ডাস্ট্রিতে তাঁদের প্রেমের গল্প নিয়ে এখনও আলোচনা চলে। কথা হচ্ছে অনিল কাপুর এবং তাঁর স্ত্রী সুনীতা কাপুরকে নিয়ে। তাঁদের প্রেম কী ভাবে হয়েছিল? আজ তাঁদের ৪১তম বিবাহবার্ষিকীতে জেনে‌ নিন জুটির প্রেমকাহিনি।

img

অনিলের সঙ্গে বন্ধুদের মাধ্যমেই আলাপ হয়েছিল সুনীতার। সুনীতা তখন অন্যতম সেরা মডেল, দারুণ কাজ করছেন। অনিল ইন্ডাস্ট্রিতে তখন কাজ করার চেষ্টা করছেন। বন্ধুর থেকেই ফোন নম্বর নিলেন সুনীতার। আর তারপর শুরু হল কথা।

img

ধীরে ধীরে তাঁদের বন্ধুত্ব গড়ায় প্রেমে। অনিল বাসে যাতায়াত করতেন, ট্যাক্সিতে এলে ভাড়া মেটাতেন সুনীতা। প্রচুর উপহারও দিতেন। কখনও বা হাত খরচও দিতেন। বরং ইন্ডাস্ট্রিতে স্ট্রাগল করা উঠতি নায়ক খুব একটা কিছু দিতে পারতেন না সুনীতাকে, অনিল জানিয়েছেন এমনটাই।

img

এ রকমও দিন গিয়েছে, যখন সুনীতাই অনিলের ট্যাক্সি ভাড়া দিয়েছেন, খরচ চালাতে সাহায্য করেছেন, কারণ বাড়ির থেকে কোনও সাহায্য নিতে চাইতেন না অনিল।

img

একসঙ্গে ৪১ বছর কাটিয়ে সমাজমাধ্যমে অনিল কাপুর লিখেছেন, "আজ থেকে ৫০ বছর আগে, আমি আমার জীবনের প্রেম, আমার সেরা বন্ধু, এবং আমার শক্তির স্তম্ভকে বিয়ে করেছি।"

img

তিনি লেখেন, "সুনীতা, আমাদের যাত্রা বহু বছর আগে শুরু হয়েছিল, এবং তারপর থেকে প্রতিটি মুহূর্ত ছিল এক মহাকাব্যিক অভিজ্ঞতা। আমাদের ভালবাসা, হাসি, এবং আমাদের সুন্দর পরিবার গঠনের প্রতিটি মুহূর্ত আমার হৃদয়কে আনন্দ ও গর্বে পূর্ণ করে।"

img

তিনি আরও লেখেন, "আমাদের বিবাহজীবন ছিল দুঃসাহসিক অভিযান, চ্যালেঞ্জ, এবং সাফল্যের এক গাঁথা, যা অটুট ভালবাসা ও পারস্পরিক সম্মানের সুতোয় গাঁথা।"

img

অনিল কাপুর স্ত্রীর সঙ্গে ছবি ভাগ করে লেখেন, "সুনীতা, তুমি সবসময় আমার পাশে থেকেছ, এবং তোমার শক্তি, সৌন্দর্য, এবং সহানুভূতি আমাকে একজন ভাল মানুষ হতে অনুপ্রাণিত করেছে। তোমার অশেষ সমর্থন, প্রজ্ঞা, এবং সীমাহীন ভালবাসার জন্য ধন্যবাদ।"