আইপিএলের আগে নতুন লুকে কিং কোহলি, এবার কি ভাগ্য বদলাবে?

img

চ্যাম্পিয়ন্স ট্রফি জয়ের পর এবার লক্ষ্য আইপিএল। তার আগে নতুন সাইড ফেড হেয়ারকাটে নতুন লুক সামনে আনলেন বিরাট কোহলি। কিছুদিন পরেই রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুকে বহু প্রতীক্ষিত প্রথম আইপিএল শিরোপা জেতানোর লক্ষ্য নিয়ে মাঠে নামবেন তিনি।

img

কোহলির এই নতুন হেয়ারস্টাইল, যা শার্প ফেড এবং নিখুঁতভাবে ব্লেন্ড করা দাড়ির সংমিশ্রণে তৈরি, সোশ্যাল মিডিয়ায় মুহূর্তেই ভাইরাল হয়ে গেছে। তাঁর দীর্ঘদিনের ব্যক্তিগত হেয়ারস্টাইলিস্ট আলিম হাকিম ইনস্টাগ্রামে এই লুকটি শেয়ার করেছেন।

img

কোহলি বরাবরই মাঠের বাইরে ট্রেন্ড সেট করতে ভালবাসেন। বড় টুর্নামেন্টের আগে তাঁর নতুন নতুন হেয়ারস্টাইল ভক্তদের মধ্যে আলোড়ন তোলে। এইবারও তার ব্যতিক্রম হয়নি। ১৮ নম্বর জার্সিধারী কোহলি এবার আইপিএলের ১৮তম সংস্করণে নামছেন।

img

২০২৫ সালের আইপিএল কোহলির কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ, এরপরেই রয়েছে ইংল্যান্ড সিরিজ। সেখানে খেলতে যাওয়ার আগে আইপিএলে নিজেকে আরও ঝালিয়ে নেবেন বিরাট। বিশ্বমানের বোলারদের বিরুদ্ধে খেলার সুযোগ পাবেন তিনি।

img

রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু এবার নতুন অধিনায়ক রজত পাতিদারের নেতৃত্বে খেলবে। গত মরশুমে দুর্দান্ত প্রত্যাবর্তন করে টানা ছয়টি ম্যাচ জিতে প্লে-অফে জায়গা করে নিয়েছিলেন কোহলিরা।

img

১৮তম আইপিএল এবং কোহলির ১৮ নম্বর জার্সির মধ্যে সংযোগ খুঁজে নিচ্ছেন ভক্তরা। তাদের মতে, এটা আরসিবির জন্য সৌভাগ্য। মেগা নিলামের পর আরসিবির দল এবার বেশ শক্তিশালী যা শিরোপা জয়ের সম্ভাবনাকে আরও উজ্জ্বল করে তুলেছে।