Vastu Tips by keeping these plants at home money and happiness come to your life Vastu Tips by keeping these plants at home money and happiness come to your life

কখনও হবে না অভাব, চুম্বকের মতো আসবে টাকা! বাড়িতে এই কটি গাছ রাখলেই সংসারে ফিরবে সুখ-শান্তি

img

আজকাল ওয়েবডেস্ক: বাড়িতে একটুকরো সবুজ থাকলেই নিমেষে ভাল হয়ে যায় মন। বাড়তি প্রাপ্তি দূষণ থেকে মুক্তি, পর্যাপ্ত অক্সিজেন এসব কিছু তো রয়েছেই। এখন ফ্ল্যাটবাড়ির দৌলতে বেশিরভাগ মানুষেরই আলাদা করে বাগান করার সুযোগ নেই। তাই বাহারি ‘ইন্ডোর প্ল্যান্ট’ সযত্নে সাজিয়ে রাখেন অনেকে। তবে শুধু ঘর সাজাতেই নয়, গাছের সঙ্গে জড়িয়ে রয়েছে বাস্তুশাস্ত্রও।

img

গাছপালাকে সুখ-সমৃদ্ধি বৃদ্ধি ও ইতিবাচক শক্তির উৎস মনে করা হয়। বাস্তশাস্ত্র অনুসারে, বাড়ির সঠিক দিকে গাছ লাগালে যেমন নেতিবাচক শক্তির প্রভাব দূর হয়, তেমনই ভুল দিকের জন্য অনেক শখ করে লাগানো সুন্দর গাছও বাস্তু দোষের কারণ হয়ে উঠতে পারে। বাড়িতে কোন কোন গাছ লাগালে লক্ষ্মী লাভ সম্ভব, জেনে নেওয়া যাক।

img

জেড প্ল্যান্টঃ এই গাছটি বাড়িতে রাখা অত্যন্ত শুভ। জেট প্ল্যান্ট বা মোহিনী কিংবা ক্রাসুলা যে নামেই বলুন না কেন, এটি বাড়িতে রাখলে সুখ,সম্বৃদ্ধি বাড়ে। কথিত রয়েছে, পরিবারের উপর এই গাছ লক্ষ্মীর আশীর্বাদ নিয়ে আসে। পারিবারিক কলহ মিটে যায়। সবসময় মন মেজাজ ভাল না থাকলে বাড়িতে ক্রাসুলা লাগাতে পারেন।

img

স্নেক প্ল্যান্টঃ শতচেষ্টা সত্ত্বেও উন্নতি সম্ভব না হলে বাস্তু পরামর্শ মেনে বাড়িতে স্নেক প্লান্ট লাগিয়ে দেখুন। এতেই তরতরিয়ে উন্নতি হবে কেরিয়ারের। বাস্তুশাস্ত্রে এই গাছ খুবই গুরুত্বপূর্ণ। স্নেক প্লান্ট লাগালে দ্রুত আর্থিক সাফল্য মেলে। অফিসের ডেক্সেও এই গাছ রাখতে পারেন।

img

মানি প্ল্যান্টঃ অনেকেই মানি প্লান্ট লাগালে ঘরে টাকা আসে বলে মজা করেন। কিন্তু বাস্তবেই বাস্তশাস্ত্রে এই গাছের সঙ্গে আর্থিক উন্নতির যোগসূত্র রয়েছে। বাড়িতে মানিপ্ল্যান্ট রাখলে অনেক দিনের আটকে থাকা টাকা ফেরত পেতে পারেন। অর্থাভাব থেকেও মুক্তি সম্ভব।

img

বেল গাছঃ বাস্ত্রশাস্ত্র মতে, বাড়িতে বেল গাছ লাগালে অর্থ লাভ সম্ভব। তবে বেল গাছের যত্ন নিতে হবে। এতে যেন ধুলো-বালি না জমে। বেল গাছের শুভ প্রভাবে জীবনে সাফল্যের মুখ দেখতে পারেন।

img

তুলসীঃ হিন্দু ধর্মে তুলসী গাছের বিশেষ গুরুত্ব রয়েছে। কথিত আছে, বাড়িতে একটি তুলসী গাছ রেখে নিয়মিত পুজো করলে, পরিবারের উপর লক্ষ্মীর আশীর্বাদ বজায় থাকে। বাস্ত মতে, বাড়ির উত্তর বা উত্তর-পূর্ব দিকে তুলসী লাগালে সুফল পাবেন।

img

কলা গাছঃ বাস্তুশাস্ত্রে কলা গাছও খুবই গুরুত্বপূর্ণ। এটি মনকে শান্ত রাখে। আধ্যাত্মিক দিকে মনসংযোগ ঘটে। সার্বিকভাবে জীবনে সুখ-শান্তি বয়ে আনতে পারে এই গাছ।

img

অ্যালোভেরাঃ অ্যালোভেরা ত্বক থেকে চুল সহ বিভিন্ন রোগ প্রতিরোধে কার্যকরী। বাস্তুশাস্ত্রেও এই গাছের গুরুত্ব রয়েছে। বাড়ির নেতিবাচক শক্তি নষ্ট করে দেয় অ্যালোভেরা গাছ। ইতিবাচক এনার্জিতে ভরে ওঠে সমগ্র ঘর।

img

লাকি ব্যাম্বুঃ ঘরে লাকি ব্যাম্বু রাখার উপকারিতা অঢেল। এতে রোগ- বালাই দূর হয় এবং শরীর সুস্থ থাকে। বেডরুমে এই গাছ রাখলে দাম্পত্যে সুখ-শান্তি থাকে।