সেনাবাহিনীর পরীক্ষায় চূড়ান্ত ব্যর্থ হয়ে দুরন্ত সফল বলি-অভিনেতা, ‘পাতাল লোক’-এর নায়কের একগুচ্ছ অজানা কথা

img

‘পাতাল লোক’ ওয়েব সিরিজের প্রথম সিজনে মুখ্যচরিত্র হাতিরাম চৌধরির ভূমিকায় অভিনয় করে রাতারাতি জনপ্রিয়তা পেয়েছিলেন বলি-অভিনেতা জয়দীপ অহলাওয়াত। পাঁচ বছর পর দ্বিতীয় সিজনেও অভিনয় করেও নজর কাড়লেন জয়দীপ। শুটিংয়ের জন্য নিজের বিয়ের তারিখও নাকি পিছিয়ে দিয়েছিলেন বলি অভিনেতা জয়দীপ আহলাওয়াত।

img

তার পর ‘অ্যান অ্যাকশন হিরো’, ‘থ্রি অফ আস’, ‘জানে জান’ এবং ‘মহারাজ’ ছবিতে অভিনয় করেছেন তিনি।

img

শোনা যায়, ‘পাতাল লোক’-এর প্রথম সিজনে অভিনয় করে ৪০ লক্ষ টাকা উপার্জন করেছিলেন জয়দীপ। সেখানে এই সিরিজের দ্বিতীয় সিজনে তিনি নাকি পেয়েছেন ২০কোটি টাকা! যদিও এই খবর সম্প্রতি এক সাক্ষাৎকারে হাসতে হাসতে নিজেই উড়িয়ে দিয়েছেন জয়দীপ।

img

অভিনয় শিখবেন বলে হরিয়ানা থেকে পুণে চলে যান জয়দীপ। সেখানে ফিল্ম অ্যান্ড টেলিভিশন ইনস্টিটিউট অফ ইন্ডিয়া (এফটিআইআই)-য় ভর্তি হন তিনি। রাজকুমার রাও, বিজয় বর্মার মতো বলি তারকারা সহপাঠী ছিলেন জয়দীপের।

img

১৯৮০ সালের ফেব্রুয়ারি মাসে হরিয়ানায় এক মধ্যবিত্ত পরিবারে জন্ম জয়দীপের। সেখানেই স্কুল এবং কলেজের পড়াশোনা শেষ করেছেন তিনি। তাঁর বাবা পেশায় স্কুলশিক্ষক ছিলেন। শৈশব থেকেই সেনাবাহিনীতে যোগ দিতে চাইতেন জয়দীপ। কিন্তু ইন্টারভিউয়ে বার বার ব্যর্থ হতেন তিনি।

img

২০০৮ সালে অক্ষয় কুমার অভিনীত খাট্টা মিঠা ছবির মাধ্যমে বলিপাড়ায় পথ চলা শুরু জয়দীপের। সে ছবিতে খানেক চরিত্রে দেখা গিয়েছিল তাঁকে। নাম ছিল সঞ্জয় রানে। এরপর নজর করেন ২০১৩ সালে মুক্তি পাওয়া বিদ্যুৎ জামওয়ালের 'কম্যান্ডো' ছবিতেও। সে ছবিতেও প্রধান খলচরিত্রে দেখা যাবে তাঁকে। শাহরুখ খানের সঙ্গেও 'রইস' ছবিতে পর্দা ভাগ করতে দেখা গিয়েছিল জয়দীপকে।

img

গত বছর মুক্তি পেয়েছিল ক্রাইম থ্রিলার ‘জানে জান’। সেই ছবিতে করিনা কপূরের সহ অভিনেতা জয়দীপ অহলাওয়াট। করিনা বলেছিলেন, জয়দীপের মতো অভিনেতার সঙ্গে কাজ করার জন্য ভাল করে প্রস্তুতি নিতে হয়। জয়দীপ নিখুঁত অভিনেতা, শুটিংয়ের সময় জয়দীপের একটি দৃশ্য দেখে অভিভূত হয়ে গিয়েছিলেন বেবো। করিনার এই প্রশংসা শুনে জয়দীপের পাল্টা জবাব ছিল “করিনা অনেক বড় মনের মানুষ। মন খুলে ভালবেসে প্রশংসা করেন।”

img

মুক্তির অপেক্ষায় সইফ আলি খানের 'জুয়েল থিফ'। নেটফ্লিক্সের এই ছবিতে অন্যতম মুখ্যভূমিকায় দেখা যাবে জয়দীপকে। সিদ্ধার্থ আনন্দের প্রযোজনায় এই ছবিতে প্রথমবার একসঙ্গে হাজির হবেন সইফ-জয়দীপ। 'পাতাললোক'-এর অভিনেতার কাজের প্রশংসা ইতিমধ্যেই শোনা গিয়েছে সইফের মুখে।