১৩ বছর আগে ‘সৎ মা’! ১৩ বছর পর প্রেমিকা! একটা ভুল বোঝাবুঝিতেই নায়ক-নায়িকার তাল কেটে যায় প্রেমের
সংবাদ সংস্থা মুম্বই
সোমবার, 13 অক্টোবর 2025
1
6
বলিউডে প্রবেশ করার আগেই তিনি তারকা হয়ে উঠেছিলেন। প্রতিটি বড় অভিনেতা তাঁর সৌন্দর্য এবং প্রতিভার কদর করতেন। দক্ষিণ ভারতীয় সিনেমায় তিনি এমনই এক জায়গা তৈরি করেছিলে যে, রজনীকান্তের থেকেও বড় তারকা বলে তাঁকে ধরা হত। মাত্র ১৩ বছর বয়সে তিনি ‘থালাইভার’ সৎমায়ের চরিত্রে অভিনয় করেছিলেন। ২৬ বছর বয়সে তাঁর ‘প্রেমিকা হন’।
2
6
শ্রীদেবী ৫০ বছরের দীর্ঘ কেরিয়ারে ১৫০টিরও বেশি ছবিতে অভিনয় করেছেন, বলিউডে ‘মিস্টার ইন্ডিয়া’, ‘চালবাজ’, ‘সদমা’-সহ বহু স্মরণীয় ছবি উপহার দিয়েছেন। তিনি শুধু বলিউড নয়, আঞ্চলিক সিনেমাতেও নিজের প্রতিভা দিয়ে দৃষ্টান্ত সৃষ্টি করেছেন। মাত্র ১৩ বছর বয়সে ‘মুন্দরু মুদিচু’ ছবিতে রজনীকান্তের সৎমায়ের চরিত্রে অভিনয় করেছিলেন। ১৩ বছর পর ১৯৮৯ সালের ‘চালবাজ’-এ তিনি রজনীকান্তের প্রেমিকার ভূমিকায় দেখা যায় তাঁকে।
3
6
বাস্তব জীবনে রজনীকান্ত শ্রীদেবীর প্রতি গভীর ভালবাসা অনুভব করতেন। তিনি তাঁকে জীবনসঙ্গী হিসাবে চাইতেন। মিডিয়ার রিপোর্ট অনুযায়ী, রজনীকান্ত নায়িকার বাড়িতে গিয়ে বিয়ের প্রস্তাব দেওয়ার পরিকল্পনা করেছিলেন। কিন্তু একটি ভুল বোঝাবুঝির কারণে তিনি তাঁর মনের কথা শ্রীদেবীকে বলতে পারেননি।
4
6
ফিল্মমেকার কে. বালাচন্দর জানিয়েছিলেন, রজনীকান্ত একটি পার্টিতে শ্রীদেবীকে প্রেমের প্রস্তাব দেওয়ার পরিকল্পনা করেছিলেন। কিন্তু প্রস্তাব দেওয়ার সময় হঠাৎ করে লাইট চলে যায়। রজনীকান্ত সেই সময় নানা কুসংস্কারে বিশ্বাসী হওয়ায় এটিকে খারাপ ইঙ্গিত হিসাবে দেখেছিলেন। এবং মনের কথা না বলেই সেখান থেকে চলে যান।
5
6
রজনীকান্ত এবং শ্রীদেবী কখনও জীবনসঙ্গী হতে না পারলেও তাঁদের বন্ধুত্ব ছিল দেখার মতো। ‘রানা’ ছবির শুটিংয়ের সময় রজনীকান্ত খুব অসুস্থ হলে শ্রীদেবী তাঁর জন্য সাত দিনের উপবাস রাখেন। ২০১৮ সালে শ্রীদেবীর অকাল মৃত্যুতে রজনীকান্ত ভেঙে পড়েছিলেন। এমনকি সেই বছর নিজের বিবাহবার্ষিকীও পালন করেননি অভিনেতা।
6
6
শ্রীদেবী সিনেমায় যাত্রা শুরু করেছিলেন মাত্র চার বছর বয়সে। প্রথমবার তাঁকে ‘থুনাইভান’ ছবিতে শিশু শিল্পী হিসাবে দেখা গিয়েছিল। বলিউডে প্রবেশের আগে শ্রীদেবী তামিল, তেলুগু, মালায়ালম এবং কন্নড় ছবিতে খুবই জনপ্রিয় ছিলেন।