Sarod
Sarod

শরীর তো নয়, যেন যুদ্ধের অস্ত্র! হাড় হিম করা টাইগার শ্রফের শারীরিক রূপান্তর দেখেছেন?

img

হালকা মেদ থেকে একেবারে কাঠফাটা অ্যাবস! ইনস্টাগ্রামে নিজের শারীরিক রূপান্তরের ভিডিও শেয়ার করে ঝড় তুললেন টাইগার শ্রফ।

img

ক্যাপশনে নিজেই লিখলেন, “অনেক ওজন ঝরেছে নাচতে নাচতেই, এবার আবার মাপমতো বাড়াতে হবে।”

img

টাইগার দুই বিপরীত মুহূর্তের ঝলক দিয়েছেন— একদিকে হালকা পেট বেরোনো শরীর, অন্যদিকে শর্টস পরে টানটান শক্ত অ্যাবস, আর টোনড চেহারা নিয়ে ক্যামেরার সামনে যেন গর্জে উঠেছেন।

img

টাইগার বরাবরই সোশ্যাল মিডিয়ায় নিজের ট্রেনিং-এর ঝলক শেয়ার করেন। কখনও জিমে ওজন তোলা, কখনও মার্শাল আর্ট, কখনও বা ড্যান্স প্র্যাকটিস—সবেতেই নিজেকে ঠেলে দেন সীমার বাইরে।

img

এই মুহূর্তে টাইগার প্রস্তুত হচ্ছেন তাঁর পরবর্তী অ্যাকশন প্যাকড সিনেমা ‘বাগী ৪’-এর জন্য। এই ছবির চরিত্রের জন্য তিনি একেবারে নিজেকে ভেঙেচুরে গড়ছেন নতুনভাবে।

img

২০২৪ সালের নভেম্বরে টাইগার নিজেই শেয়ার করেছিলেন এই ছবির প্রথম পোস্টার—বাথরুমে রক্তাক্ত অবস্থায় হাতে ছুরি আর বোতল নিয়ে বসে তিনি। আশপাশে ছড়ানো মৃতদেহ !

img

‘বাগী ৪’ মুক্তি পাচ্ছে আগামী ৫ সেপ্টেম্বর, ২০২৫-এ।